www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাবা

আমি এক কিংবদন্তির
কথা বলছি ।আমি এক অসহায়
বাবার কথা বলছি ।যে তার
সন্তানের হাতে মার খেয়েছে ।
আমি সেই বাবার কথা বলছি যার
পৃথিবীর সবচেয়ে আনন্দের
মুহুর্তটি ছিল প্রথম তার
সন্তানের মুখটি দেখা ।সেই সন্তান
ই তার গায়ে হাত তুলেছে ।
আমি নিজ চোখে দেখেছি তার
বাবার অসহায় আকুতি ।নিজের
স্ত্রীর পরোচনায় বাবার উপর
আঘাত করতে দেখেছি ।আমি সেই
বাবার কথা বলছি যে পৃথিবীর সব
সুখ বিসর্জন দিতে রাজি ছিল
একটি মাত্র সন্তানের জন্য ।
সৃষ্টিকর্তার কাছে তার প্রাণের
আকুতি ছিল একটি মাত্র সন্তান ।
সেই সন্তানটি তার উপর আঘাত
করে বৃদ্ধ বয়সে ।তার তো স্বপ্ন
ছিল তার নাতি নাতনি দের
নিয়ে তার জীবনের অন্তিম মুহুর্ত
গুলো পার করা ।আমি সেই
কিংবদন্তি বাবার
কথা বলছি যে তার সন্তানের
অসুস্হতার জন্য সারা রাত নির্ঘুম
কাটিয়েছে ।নিজের উপার্জন
করা অন্ন তার সন্তানের
মুখে তুলে দিয়েছে কোন বিনিময়
ছাড়া ।সৃষ্টিকর্তার অপার
সৃষ্টিলীলা তার ভালবাসা ।
মা জাতির মত সে তার
ভালবাসাকে প্রকাশ
করতে পারতো না ।তার
আবেগে,অনুভূতি,আকাঙ্খা সব
কিছুতে ভালবাসার বন্যা ছিল ।
সারাদিন নিজের
হাড়ভাঙা পরিশ্রমকে ভূলে যেত
যখন সন্ধ্যা বেলা এসে তার
খোকার মুখটি দেখত ।তার সব
কষ্ট বাতাসে বিলীন হয়ে যেত
খোকার বদনখানি দেখে ।তার কত
স্বপ্নের জাল ছড়িয়ে ছিল এই
খোকা কে নিয়ে ।পৃথীবির
মাঝে আরেকটা পৃথিবীর স্বপ্ন
দেখতো তার খোকাকে নিয়ে ।সেই
খোকা ই তার বাবার গায়ে আঘাত
করেছে ।তাতেই ক্ষান্ত হয় নি সেই
ভালবাসার মানুষটিকে ঘর
থেকে বের করে দিয়েছে ।
আমি বলছি এই এক গ্রামীন বাবার
আর্তনাদের কথা ।
আমি আরেক কিংবদন্তির
কথা বলছি যে তার নিজের সম্ভল
সব শেষ করে তার সন্তান
কে শিক্ষিত করেছে ।তার
সন্তানকে নিয়ে স্বপ্ন
দেখতো কোন উচ্চপদস্হ
কর্মকর্তা বানানোর ।তার স্বপ্ন
ঠিক ই পূর্নতা পেয়েছে কিন্তু সেই
বাবার স্হান হয়েছে বৃদ্ধাশ্রমে ।
তার সেই পরম আদরের
সন্তানটি এখন
বাবাকে বোঝা মনে করে । বাবার
স্হান এখন বৃদ্ধাশ্রম নামক
জেলখানায় ।
আমি এমন ও বাবা দেখছি যে তার
ক্যান্সার আক্রান্ত সন্তানের
চিকিৎসার জন্য সব সহায় সম্ভল
বিক্রী করেছে ।অবশেষে সেই
সন্তানটি মারা গেছে ।কিন্তু সেই
বাবার কোন দুঃখ নেই
সম্পত্তি চলে যাওয়াতে ।তার
মাঝে জগতের সব কষ্ট ভর
করেছে তার খোকার মৃত্যুতে ।
অকৃত্তিম এক ভালবাসার উদাহরণ
বাবা ।নিজের জীবনের
বিনিময়ে যে তার
সন্তানকে পৃথিবীর
আলোতে বাচিয়ে রাখতে চায় ।
কিন্তু সেই সন্তান কি মূল্য
দিচ্ছে এই ভালবাসার ।
তাই আসুন শপথ
নিই এমন এক
পৃথিবী গড়ে তুলবো যেখানো কোন
বাবা বৃদ্ধাশ্রমে থাকবে না,যেখানে কোন
বাবা সন্তান দ্বারা নির্যাতন
তো দূরের কথা কটূ কথাও
শুনবে না ।
আমাদের পরবর্তী প্রজন্মের
জন্য এই শপথ উপহার দেই,স্বপ্ন
দেখি এক নতুন পৃথিবীর...
বিষয়শ্রেণী: প্রবন্ধ
ব্লগটি ৯১৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সোমদত্তা মৈত্র ২৮/০৯/২০১৪
    এর থেকে দুঃখের কিছু হয় না
  • মাটির মানুষ ২৭/০৯/২০১৪
    অনুভূতি অনুশোচনায় রূপ নিবে আশা করি ।সুচিন্তিত মতামতের জন্য সবাইকে ধন্যবাদ
  • সুন্দর
  • কোন বাবাকে যেন সন্তানের হাতে লাঞ্ছিত হতে না হয়।
  • আবু সাহেদ সরকার ১৮/০৯/২০১৪
    আসরে স্বাগতম কবি বন্ধু। বিষয়শ্রেণী-প্রবন্ধ কিন্তু দেখতে তো কবিতার মতো। ধন্যবাদ ভালো থাকবেন সতত।
  • শিমুল শুভ্র ১৮/০৯/২০১৪
    আসরে স্বাগতম। প্রবন্ধ কবিতার মত হওয়া ঠিক না ।
    • একনিষ্ঠ অনুগত ২০/০৯/২০১৪
      সন্তান কর্তৃক পিতার প্রহার এটা শুনেই খুব খারাপ অনুভুতি জাগে মনে সেখানে স্বচক্ষে দেখা, কবির অনুভুতি কিছুটা হলেও আঁচ করতে পারছি।

      সমাজ হতে নৈতিক শিক্ষা কি তবে একেবারেই উঠে গেল?
 
Quantcast