আসছে তেড়ে ঐ জনতা
প্রগতির হাওয়ায় বিষাক্ত ধরনী, শান্তিরা আকাশে ভাসছে
দিকে দিকে নিয়ম ভাঙ্গার অনিয়মের নোংড়া খেলায় ক্লান্ত বিবেক!
নগ্ন বিলাসী আধুনিকতায় উন্মত্ত সমাজ, রুচীর পায়ে বেড়ী
উল্টো স্রোতে নারী পুরুষ গোপনে ভাসায় তরী।
নিরীহ জনতার করুন ফরিয়াদ কাঁপায় আসমান জমিন
বিচারের নামে অবিচারের প্রহসন, শান্তির বাণী নিরবে কাঁদে
সত্য-ন্যায় আজ ভূলুন্ঠিত পাতানো মানবতার ফাঁদে।
যে দেবে আজ পথের দিশা চোখে-মুখে তার ঘোর অমানিশা
পালাবে কোথায় পথ খোঁজে তায় পিছনে তাড়া ক্ষুদ্ব জনতা।
বিশ্ব বিবেক একটু দাড়া! সাঙ্গ করিয়া সকল মেলা
জালিমের জুলুম স্বল্পকালীন আসছে তেড়ে ঐ জনতা।
দিকে দিকে নিয়ম ভাঙ্গার অনিয়মের নোংড়া খেলায় ক্লান্ত বিবেক!
নগ্ন বিলাসী আধুনিকতায় উন্মত্ত সমাজ, রুচীর পায়ে বেড়ী
উল্টো স্রোতে নারী পুরুষ গোপনে ভাসায় তরী।
নিরীহ জনতার করুন ফরিয়াদ কাঁপায় আসমান জমিন
বিচারের নামে অবিচারের প্রহসন, শান্তির বাণী নিরবে কাঁদে
সত্য-ন্যায় আজ ভূলুন্ঠিত পাতানো মানবতার ফাঁদে।
যে দেবে আজ পথের দিশা চোখে-মুখে তার ঘোর অমানিশা
পালাবে কোথায় পথ খোঁজে তায় পিছনে তাড়া ক্ষুদ্ব জনতা।
বিশ্ব বিবেক একটু দাড়া! সাঙ্গ করিয়া সকল মেলা
জালিমের জুলুম স্বল্পকালীন আসছে তেড়ে ঐ জনতা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ আবদুল্লাহ আল মামুন ১৯/০৩/২০১৮!!!!!!! অসাধারণ
-
কামরুজ্জামান সাদ ১৯/০৩/২০১৮বাহ!