সত্যের বাণী
আমার ব্যথা তোমাকে দিয়ে
কি হবে আর যাতনা বাড়িয়ে,
একটু খানি সুখের পরশ
হৃদয় জানালায় থাকনা দাড়িয়ে।
যা ছিলো একদা হৃদয় পটে
আশা নিরাশার ভরসা মাঝে,
তমশায় লুকানো আলোক রেখা
হোক‘না কেবল স্বপ্ন সাজে।
মানব এসেছে ধরনী তলে
সহযোগ হয়ে একে অপরে,
নিজেকে নিয়ে বিভোর হতে
কাম্য নহে কোন মতে।
মানুষে মানুষে প্রভেদ যত
হিংসা নিন্দায় বাড়ায় ক্ষত,
ধর্যের মাঝে শান্তি নিহিত
সকল ধর্মে হয়েছে কথিত।
দানের বিপরীত প্রতিদান চাহিলে
বিফল সকল দানের দানী,
মানুষের তরে মানুষ সকলে
সরবে প্রকাশ সত্যের বাণী।
কি হবে আর যাতনা বাড়িয়ে,
একটু খানি সুখের পরশ
হৃদয় জানালায় থাকনা দাড়িয়ে।
যা ছিলো একদা হৃদয় পটে
আশা নিরাশার ভরসা মাঝে,
তমশায় লুকানো আলোক রেখা
হোক‘না কেবল স্বপ্ন সাজে।
মানব এসেছে ধরনী তলে
সহযোগ হয়ে একে অপরে,
নিজেকে নিয়ে বিভোর হতে
কাম্য নহে কোন মতে।
মানুষে মানুষে প্রভেদ যত
হিংসা নিন্দায় বাড়ায় ক্ষত,
ধর্যের মাঝে শান্তি নিহিত
সকল ধর্মে হয়েছে কথিত।
দানের বিপরীত প্রতিদান চাহিলে
বিফল সকল দানের দানী,
মানুষের তরে মানুষ সকলে
সরবে প্রকাশ সত্যের বাণী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৭/০৪/২০১৮খুব ভাল
-
অাব্দুল হাদী তুহিন ১৮/০৩/২০১৮একেবারে সত্য কথাগুলো বলেছেন ভাই।
-
পি পি আলী আকবর ১৮/০৩/২০১৮খুব সুন্দর হয়েছে