স্বার্থের কবিতা
বাবা খোঁজে নিজের স্বার্থ;
মায়ের মৃত্যুর পরে-
নতুন মা ঘরে তুলে‚ চল্লিশ দিন পরে।
ভাই খোঁজে নিজের স্বার্থ;
বিয়ে যখন করে‚
আমি নাকি ঘরের বোজা
ভাইয়ের সংসারে।
বোন খোঁজে নিজের স্বার্থ;
স্বামী-সংসার করে‚
সারা দিন খেটে
সুখের স্বর্গ গড়ে।
মায়ের স্বার্থ একটু ভিন্ন
এই জগৎ সংসারে‚
নিজের স্বার্থ বিসর্জন দেয় মা
সন্তানের তরে।
মায়ের মৃত্যুর পরে-
নতুন মা ঘরে তুলে‚ চল্লিশ দিন পরে।
ভাই খোঁজে নিজের স্বার্থ;
বিয়ে যখন করে‚
আমি নাকি ঘরের বোজা
ভাইয়ের সংসারে।
বোন খোঁজে নিজের স্বার্থ;
স্বামী-সংসার করে‚
সারা দিন খেটে
সুখের স্বর্গ গড়ে।
মায়ের স্বার্থ একটু ভিন্ন
এই জগৎ সংসারে‚
নিজের স্বার্থ বিসর্জন দেয় মা
সন্তানের তরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ২২/১০/২০১৭অপূর্ব
-
রুনা লায়লা ১৭/১০/২০১৭বাহ !
-
রুনা লায়লা ০২/১০/২০১৭বেশ বলেছেন !
-
জাকির হোসাইন ২৮/০৯/২০১৭ধন্যবাদ ভাইয়া
-
কামরুজ্জামান সাদ ২৭/০৯/২০১৭সমাজের প্রতিচ্ছবি!