আজকের সমাজ
আজকের সমাজ‚ কেন জানি!
এমন হলো ভাই‚
নিজের স্বার্থে-পরের ক্ষতি
করছে যে সবাই।
পরের সুখ‚ দেখে যেনো!
নিজের গা জলে‚
অন্তরে বিষ রেখে সবাই
মিষ্ট কথা বলে।
লোভে পাপ‚পাপে মৃত্যু!
কে আজ তা মানে‚
পরের ক্ষতি করে সবাই
বড় হতে জানে।
বড়দের মান্য আজ
কয় জনেই করে‚
আপন মর্জিতে সবাই
নিজের জীবন গড়ে।
সত্যের চেয়ে মিথ্যা সবাই
অনেক বেশী বলে।
নিজের স্বার্থে-পরের ক্ষতি
করছে ছলে বলে।
সমাজ থেকে উঠে গেছে
ভয় ভীতি লাজ‚
ধংস হতে চলছে
আজকের এই সমাজ।
এমন হলো ভাই‚
নিজের স্বার্থে-পরের ক্ষতি
করছে যে সবাই।
পরের সুখ‚ দেখে যেনো!
নিজের গা জলে‚
অন্তরে বিষ রেখে সবাই
মিষ্ট কথা বলে।
লোভে পাপ‚পাপে মৃত্যু!
কে আজ তা মানে‚
পরের ক্ষতি করে সবাই
বড় হতে জানে।
বড়দের মান্য আজ
কয় জনেই করে‚
আপন মর্জিতে সবাই
নিজের জীবন গড়ে।
সত্যের চেয়ে মিথ্যা সবাই
অনেক বেশী বলে।
নিজের স্বার্থে-পরের ক্ষতি
করছে ছলে বলে।
সমাজ থেকে উঠে গেছে
ভয় ভীতি লাজ‚
ধংস হতে চলছে
আজকের এই সমাজ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রুনা লায়লা ২৭/০৯/২০১৭অভিনন্দন কবিকে।
-
কামরুজ্জামান সাদ ২৭/০৯/২০১৭অনবদ্য
-
মুক্তপুরুষ ২৭/০৯/২০১৭যুক্তিসঙ্গত কথা
-
সাঁঝের তারা ২৭/০৯/২০১৭ভাল
-
আজাদ আলী ২৭/০৯/২০১৭Fine
-
জাকির হোসাইন ২৬/০৯/২০১৭ঠিক বলেছেন ভাইয়া। সাথে থাকার জন্য ধন্যবাদ।
-
ফয়েজ উল্লাহ রবি ২৬/০৯/২০১৭এই তো এখন সাধারণ ব্যাপার
আমাদেরকে জাগতে হবে।