জাগো হে নবীন (সনেট)
তৈমুর আসেনি বটে, তার রক্তবীজ
এখানে, ছড়ায়ে আছে মাঠে ও প্রান্তরে
মীরজাফর নাই কিণ্তু তবু ঘরে ঘরে
তার শত বংশধর করে গিজগিজ ।
এদেশের চন্দ্রদ্বীপে কত পূর্তগীজ
জলদস্যু হয়েনারা ছিল আড়ম্বরে
তাদের বংশধররা আজো বাস করে
তাই তো শেখেনি এরা ভদ্রতা তমিজ ।
সবে মিলে মিশে আজ হয়েছি বাঙালি
হইনিকো শিষ্ট তবু, মানি না আইন,
জ্ঞানের বুদ্ধির চর্চা সন্ধ্যা দ্বীপ জ্বালি
এখন করেনা কেউ ,তাই দিন দিন
হত্যা,খুন রাহাজানি বাড়ছে কেবলি,
তাই হয়ে বুদ্ধিদ্বীপ্ত জাগো হে নবীন ।
এখানে, ছড়ায়ে আছে মাঠে ও প্রান্তরে
মীরজাফর নাই কিণ্তু তবু ঘরে ঘরে
তার শত বংশধর করে গিজগিজ ।
এদেশের চন্দ্রদ্বীপে কত পূর্তগীজ
জলদস্যু হয়েনারা ছিল আড়ম্বরে
তাদের বংশধররা আজো বাস করে
তাই তো শেখেনি এরা ভদ্রতা তমিজ ।
সবে মিলে মিশে আজ হয়েছি বাঙালি
হইনিকো শিষ্ট তবু, মানি না আইন,
জ্ঞানের বুদ্ধির চর্চা সন্ধ্যা দ্বীপ জ্বালি
এখন করেনা কেউ ,তাই দিন দিন
হত্যা,খুন রাহাজানি বাড়ছে কেবলি,
তাই হয়ে বুদ্ধিদ্বীপ্ত জাগো হে নবীন ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৮/১১/২০১৪চমৎকার লাগলো কবিতাটি আরো চমৎকার লাগলো সনেট দেখে...............