www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অভিমান

উচ্চ রক্ত চাপটা বেড়ে গেছে !
ঘুম নেই বহু বসন্তের রাত্রি ,
ঝিঁঝিঁরা বাঁজায় না বেহালাটা !
নিঝুম অন্ধকার মুছে দেয় ল্যাম্পপোস্ট !
শিরায় শিরায় চলে রক্তক্ষরণ
মাথা ঝিম ঝিম করে মাতাল হয় !

প্রদীপটা নিভে যাবে ভাবিনি কখনো
আলো হীন ছায়া হীন কায়া নিয়ে
অসহ্য চিন চিন করা ব্যাাথাই সঙ্গী !
ছুটে চলি জীবনের ক্রোশ পথ !

অথচ এমনটা তো ছিলো না জীবন
কতবার সাঁতরেছি ইংলিশ চ্যানেল
শীতে উত্তাপ ছড়ানো আগুনে
কতবার খেয়েছি পোড়া খই !

ঘুম ভাঙা চোখে ছাদের ফুটো দিয়ে
কত নির্ঘুম রাতে দেখেছি চাঁদ !
বাঁশির সুরে বলেছি জীবনের কবিতা
সাহসিকতার আকাশ ছুঁয়েছি
মধ্য রাতে কবরের সুনসান নীরবতায় বসে
দেখেছি জীবনের বিমুগ্ধ রজনী !
যতিচিহ্নের শ্বাসে থামাইনি জীবন !
ছাই ফেলতে ভাঙা কুলোর মতোন
পেয়েছি জীবনের ভালোবাসা !

হেলেনের চোখে পতন দেখেছি ট্রয়ের
মোনালিসার হাসির মতো রহস্যে ঘেরা জীবনে,
ছুঁয়ে দেখা হয়নি একবারও প্রেমিকার অধর !!
মেঘেদের ঘ্রাণে বৃষ্টি অভিসার হলোনা এবার !

তবু ও জোনাকির ভাষায় বলেছি হৃদয়ের কথা !
আটপৌরে জীবনে ছুঁয়েছি অগ্নিবীণা !
রঙিন শৈশবে পেয়েছি সবটা ভালোবাসা !
দূরন্ত কৈশরে খুলেছে অবমন্যতার দুয়ার !
অবমাননা আর অবহেলায় অনাদৃত হবো
কখনো ভাবিনি !

কতবার পড়ার টেবিলটার জন্য যুদ্ধ করেছি
হ্যারিক্যানের আলোর জন্য থেমেছে শিক্ষার কড়াঘাত !
বাবা-মা বলতেন তুই মানুষ হবিনা কখনো !
আমি তো মানুষ হতে চাইনি মা !
চেয়েছি মানুষের ভীড়ে রৌদ্দুর হব !
ঘোর লাগা ক্লান্ত চোখে দেখবো সবটা দুপুর !
মাদক না নিয়েও মাতাল হবো তোমাদের চোখে
প্রেমিকার বিদ্রুপে অসহায় আত্মসমর্পন করবোনা!

তোমাদের মতো নদীর ওপারের জীবনটা
আমার হয়নি !!
অভিমানের আগুনে পুড়েছি নিকোটিন হয়ে !
অভিমানের আগুনে স্বপ্নগুলো হত্যা করেছি !
নিজেকে হত্যায় উদ্যত হয়েছি বহুবার
সফলতা পাইনি !
ব্যার্থতা চিহ্ন বুকে এঁকেছে নষ্ট কিডনী !
বাসস্তবতায় বার বার ফিরে গিয়ে
অভিমানের নিঃসঙ্গতাকে সঙ্গ দিয়েছি !

আবারও পেঁচার মতো থেকে থেকে
বুকটা চিন চিন করে ব্যাথায় !
জীবনের পথে বার বার থেমে
সাজাতে চেয়েছি নিজেকে !!
ধমনীর উষ্ণতা থেমে যায় মাঝে মাঝে
বাঁচতে চেয়েও বাঁচাতে পারিনি নিজেকে !!
অভিমানী মন নিয়ে হারিয়ে যাই মেঘে
বৃষ্টি হয়ে অবনীতে আবার ফিরে আসি !!


উফ .......!
আবার ও বুকটা ভীষণ ব্যাথা করছে !?
চোখ জুড়ে তিমির রাত্রি ; গলায় চৈত্রের তৃষ্ণা !
প্রকৃতিতে ভালোবাসাহীন জীবন !!
আবারও মস্তিষ্কে রক্তক্ষরণ !
অতঃপর শেষ সবকিছু, আমার জীবন !!!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮১৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৫/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Really a long narrative poem
    • ধন্যবাদ প্রিয় ! ভালোবাসা নিবেন !
  • সাঁঝের তারা ২৯/০৫/২০১৮
    খুব সুন্দর!
    • আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ রইলো ! আমি এই ব্লগে নতুন !
      আমার কবিতায় আপনার মন্তব্য পেয়ে অনুপ্রাণিত হলাম !
      দোয়া ও আশীর্বাদ করবেন !
 
Quantcast