স্বার্থপর
এলোমেলো মনে স্মৃতিগুলো গুনে গুণে
অলস সময় করছি পার
তুমি ছিলে পাশে আমি ছিলাম আশে
তোমায় নিয়ে বাঁধবো সংসার।
যার বাতি হবও আমি আলো হবে তুমি
সাজাবো এক স্বপ্নের বাসর
আজ ভুলে গেলে মোরে হৃদয় পোড়ে ভস্ম করে
জানতামনা তুমি এতই স্বার্থপর!
অলস সময় করছি পার
তুমি ছিলে পাশে আমি ছিলাম আশে
তোমায় নিয়ে বাঁধবো সংসার।
যার বাতি হবও আমি আলো হবে তুমি
সাজাবো এক স্বপ্নের বাসর
আজ ভুলে গেলে মোরে হৃদয় পোড়ে ভস্ম করে
জানতামনা তুমি এতই স্বার্থপর!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ সোহেল মাহমুদ ০১/০৬/২০১৪ভালো লিখেছেন প্রেমের কবিতা ... আমার পাতায় আমন্ত্রণ রইলো নিয়মিত..
-
কবি মোঃ ইকবাল ০১/০৬/২০১৪চমৎবার লিখনী কবি।