উপলব্ধি
জীবনে কতরকম মানুষের সাথে পরিচয় হলো। আবার কত মানুষের চেহারা টাও ভুলে গেছি। মানুষের চুপচাপ ধীরেধীরে চোখের সামনে থেকে আড়াল হওয়া দেখে এখন আর অবাক লাগে না।
যার সাথে আমার যতটুকু পথযাত্রা লেখা আছে সে ততটুকু রাস্তাই আমার সাথে হাঁটবে। মাঝপথে আলাদা রাস্তায় ঢুকে পড়লে আমি আর আশ্চর্য হই না। কারণ চির বাস্তব হলো মানুষ তার পছন্দের জায়গায় ছুটে যাবেই।
কে চলে গেলো; কেনো চলে গেলো, এসব কারণ আর খোঁজা হয়না। আমার সাথে তার এতটুকুই পথচলা ছিলো আমি এটাই বিশ্বাস করি, মেনে নেই। সবাই তার গন্তব্যস্থল খুঁজে পাক। আমিই কারো শেষ গন্তব্য হবো এটা জরুরী না।
যার সাথে আমার যতটুকু পথযাত্রা লেখা আছে সে ততটুকু রাস্তাই আমার সাথে হাঁটবে। মাঝপথে আলাদা রাস্তায় ঢুকে পড়লে আমি আর আশ্চর্য হই না। কারণ চির বাস্তব হলো মানুষ তার পছন্দের জায়গায় ছুটে যাবেই।
কে চলে গেলো; কেনো চলে গেলো, এসব কারণ আর খোঁজা হয়না। আমার সাথে তার এতটুকুই পথচলা ছিলো আমি এটাই বিশ্বাস করি, মেনে নেই। সবাই তার গন্তব্যস্থল খুঁজে পাক। আমিই কারো শেষ গন্তব্য হবো এটা জরুরী না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ২৬/১১/২০২৪ভালো একটি উপস্থাপন।
-
ফয়জুল মহী ০৯/১১/২০২৪খুব সুন্দর উপস্থাপন
অনেক অনেক ভালোবাসা রইলো -
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৮/১১/২০২৪বেশ সুন্দর কবিবর
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৮/১১/২০২৪বেশ সন্দর