নারী
একটা মেয়ে (কোনরকম ব্যক্তিগত যো-গ্য-তা না থাকা সত্ত্বেও) কেবল চেহারা এবং ফিটনেসের দোহাই দিয়ে একটা যোগ্যতাসম্পন্ন/প্রতিষ্ঠিত ছেলে ডিজার্ভ করার পেছনের কারণ হিসাবে আমি ছেলেদেরকেই দায়ী করি। ছেলেরা যদি মেয়েদের চেহারাটা গৌণ রেখে তাদের বুদ্ধিমত্তা, অভিযোজন ক্ষমতা, যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতো তাহলে হয়তো মেয়েরা প্রসাধনীর দোকান থেকে বেরিয়ে, একটু হলেও বইয়ের দোকানে ভীড় জমাতো।
চেহারা আর ফিটনেস সৃষ্টিকর্তার কাছ থেকে পাওয়া প্রাকৃতিক জিনিস। এটা কারো যো-গ্য-তা হতে পারে না।
চেহারা আর ফিটনেস সৃষ্টিকর্তার কাছ থেকে পাওয়া প্রাকৃতিক জিনিস। এটা কারো যো-গ্য-তা হতে পারে না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
suman ১২/০৭/২০২৪সহমত.....
-
আলমগীর সরকার লিটন ০৬/০৬/২০২৪সত্যকথা
-
ফয়জুল মহী ০৫/০৬/২০২৪খুব সুন্দর
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৫/০৬/২০২৪সঠিক