কল্পকথা
অনুরুপে নিহিরীকা সুকন্ঠার আভাস,
চক্ষুদ্বয় বুঝিয়া দেখি তোমায় নিবাস..
হাস্যের অগোচরে মিলে বসন্ত,
কেশদ্বয় উড়িয়া করেছে মন শান্ত..
সপ্নললনার আভাসে বুকে হয় ব্যাথা,
শ্বাস প্রস্বাস বন্ধ হয়ে বলে কল্পকথা।
চক্ষুদ্বয় বুঝিয়া দেখি তোমায় নিবাস..
হাস্যের অগোচরে মিলে বসন্ত,
কেশদ্বয় উড়িয়া করেছে মন শান্ত..
সপ্নললনার আভাসে বুকে হয় ব্যাথা,
শ্বাস প্রস্বাস বন্ধ হয়ে বলে কল্পকথা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২০/০৩/২০২২চমৎকার লেখা
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০২/০২/২০২২বেশ ।