মানবতার পক্ষে লেখো
কই কবিগণ কি লেখো আজ?
মানবতার পক্ষে লেখো
ক্ষুধার্ত ঐ মানুষগুলো
কেমন করে কাঁদছে দেখো
একটু দেখো কেমন করে
ভাসছে মানুষ সাগর জলে
তারপরেও তোমার কলম
অন্য পথে কেন চলে?
কিসের প্রেমের কাব্য লেখো
সবকিছু আজ দাফন করো
প্রেম-প্রকৃতি বাদ দিয়ে আজ
শক্ত হাতে কলম ধরো
বীরের বেশে চালাও কলম
মানবতার পক্ষে বলে
লেখো লেখো কাব্য লেখো
কাব্যে যেন অগ্নি জ্বলে
সময় এখন! দ্রুত লেখো
নয়লে তুমি লিখবে কবে?
ভয় পেয়োনা কলম চালাও
সত্য কথা লেখতে হবে।
যাও লিখে আজ তাদের কথা
কোটি টাকার মালিক যারা
গরীব শিশুর রক্ত চুষে
নষ্ট দেশের শ্রেষ্ঠ তারা
গরীব দুঃখীর খাদ্য কেড়ে
যারা হলো বিত্তশালী
লিখো আজি তাদের কথা
জাহান্নামের অগ্নি জ্বালি
কাব্যে তোমার উঠাও তুফান
সিংহাসন ঐ ধ্বংস করো
মরতে যদি হয় তাহলে
ওদের মেরে পরেই মরো।
জাগো সবাই, জাগছি আমি
কলম নামের অস্ত্র হাতে
কৃষক-শ্রমিক-চাকর-বণিক
সবাই জাগো আমার সাথে
আয়রে ছুটে গরীব কাঙাল
আজকে মোরা বদলা নেবো
আত্মসাতের টাকায় গড়া
প্রাসাদটা আজ জ্বালিয়ে দেবো
কোথায় তোরা শিঘ্রই আয়
কোদাল-কুড়াল সঙ্গে নিয়ে
ফিরবো ঘরে অত্যাচারী
জালিমগুলোর কবর দিয়ে।
মানবতার পক্ষে লেখো
ক্ষুধার্ত ঐ মানুষগুলো
কেমন করে কাঁদছে দেখো
একটু দেখো কেমন করে
ভাসছে মানুষ সাগর জলে
তারপরেও তোমার কলম
অন্য পথে কেন চলে?
কিসের প্রেমের কাব্য লেখো
সবকিছু আজ দাফন করো
প্রেম-প্রকৃতি বাদ দিয়ে আজ
শক্ত হাতে কলম ধরো
বীরের বেশে চালাও কলম
মানবতার পক্ষে বলে
লেখো লেখো কাব্য লেখো
কাব্যে যেন অগ্নি জ্বলে
সময় এখন! দ্রুত লেখো
নয়লে তুমি লিখবে কবে?
ভয় পেয়োনা কলম চালাও
সত্য কথা লেখতে হবে।
যাও লিখে আজ তাদের কথা
কোটি টাকার মালিক যারা
গরীব শিশুর রক্ত চুষে
নষ্ট দেশের শ্রেষ্ঠ তারা
গরীব দুঃখীর খাদ্য কেড়ে
যারা হলো বিত্তশালী
লিখো আজি তাদের কথা
জাহান্নামের অগ্নি জ্বালি
কাব্যে তোমার উঠাও তুফান
সিংহাসন ঐ ধ্বংস করো
মরতে যদি হয় তাহলে
ওদের মেরে পরেই মরো।
জাগো সবাই, জাগছি আমি
কলম নামের অস্ত্র হাতে
কৃষক-শ্রমিক-চাকর-বণিক
সবাই জাগো আমার সাথে
আয়রে ছুটে গরীব কাঙাল
আজকে মোরা বদলা নেবো
আত্মসাতের টাকায় গড়া
প্রাসাদটা আজ জ্বালিয়ে দেবো
কোথায় তোরা শিঘ্রই আয়
কোদাল-কুড়াল সঙ্গে নিয়ে
ফিরবো ঘরে অত্যাচারী
জালিমগুলোর কবর দিয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রিয় ২৫/০৭/২০১৬পড়ে মুগ্ধ হতেই হল।
-
আবিদ আল আহসান ০৮/০৭/২০১৫ধন্যবাদ সবাইকে
-
প্রণব কুসুম দত্ত ২৮/০৬/২০১৫ঠিক, ঠিক। বিপ্লব প্রয়োজন।
-
অ ২৬/০৬/২০১৫জেগে উঠুক বিদ্রোহী সত্তা ।
-
আবু সাহেদ সরকার ১০/০৬/২০১৫কবি নজরুলের বিদ্রোহী কবিতার ন্যয় আপনারও বিদ্রোহী মন জেগে উঠেছে। আমিও আপনার দলে। সুন্দর লাগলো কবিতা। আমার পাতায় আমন্ত্রণ।
-
আব্দুল মান্নান মল্লিক ০২/০৬/২০১৫বা, খুব সুন্দর
-
আব্দুল মান্নান মল্লিক ০২/০৬/২০১৫বে, খুব সুন্দর
-
ভারতী ধর ০১/০৬/২০১৫খুব ভালো কথা কলমই একমাত্র সমাজকে রক্ষা করতে পারে
-
একনিষ্ঠ অনুগত ৩১/০৫/২০১৫প্রতিবাদী।।
-
দেবাশিস্ ভট্টাচার্য্য ৩০/০৫/২০১৫ভাল..। বেশ ভাল। বিদ্রোহী কবি !!!