রক্তে যদি আগুন জ্বলে
কাঁদছে মানুষ সাগর জলে
জীবন তাদের বদ্ধ যেন
কোথায় তোরা জাগরে আজি
একটু দেখি এমন কেন
কার কারণে কে থাকেরে
অনাহারে সাগর মাঝে
এ অত্যাচার দেখে আজি
দ্রোহের আগুনবীণা বাজে
কার কারণে কার ভয়েতে
কারা আজি ঐ সাগরে
জীবনটাকে সপে দিছে
আজরাইলের খেলার তরে।
কে তুই রাজা কিসের বলে
আকাশ দিয়ে উড়িস যেন
জবাব দে আজ তোর ভয়েতে
রোহিঙ্গারা কাঁদছে কেন
কি করেছে রোহিঙ্গারা
সঠিক জবাব দেরে আজি
দ্রোহের আগুন জ্বলছে দেহে
আজকে আমি মরতে রাজি
এই এতদিন মুখটি বুজে
দোষগুলো সব করছি জমা
জাগছি আজি কলম নিয়ে
নাই নাই তোর নাইরে ক্ষমা।
জাগছি আমি খালিদ হয়ে
রাজ্যটা তোর উল্টে দেবো
তোর সাথে আজ নতুন করে
যুদ্ধ করার শপথ নেবো
আয়রে আজি ময়দানে আয়
দেখিরে তোর সাহস কতো
সাগর থেকে আসছেরে ঐ
মুক্তিযোদ্ধা শত শত
কই পালাবি কোথায় যাবি
সবাই যে তোর প্রাণটা নেবে
ক্ষুধার্তরা চিৎকারে তোর
কর্ণ আজি ফাটিয়ে দেবে।
বাঁচতে যদি চাস তাহলে
আসল নিয়ম কানুন মেনে
সাগর থেকে তুলে তাদের
বুকের মাঝে নে রে টেনে
নয়লে কিন্তু ছাড় পাবিনা
থামবেনা এই কলমখানি
কলমঘাতে ধুলোর সাথে
মিশিয়ে দেবো জিন্দেগানী
ভয় করিনা কাউকে আমি
নির্ভয়ে এই কলম চলে
পার পাবিনা ছাড় পাবিনা
রক্তে যদি আগুন জ্বলে।
জীবন তাদের বদ্ধ যেন
কোথায় তোরা জাগরে আজি
একটু দেখি এমন কেন
কার কারণে কে থাকেরে
অনাহারে সাগর মাঝে
এ অত্যাচার দেখে আজি
দ্রোহের আগুনবীণা বাজে
কার কারণে কার ভয়েতে
কারা আজি ঐ সাগরে
জীবনটাকে সপে দিছে
আজরাইলের খেলার তরে।
কে তুই রাজা কিসের বলে
আকাশ দিয়ে উড়িস যেন
জবাব দে আজ তোর ভয়েতে
রোহিঙ্গারা কাঁদছে কেন
কি করেছে রোহিঙ্গারা
সঠিক জবাব দেরে আজি
দ্রোহের আগুন জ্বলছে দেহে
আজকে আমি মরতে রাজি
এই এতদিন মুখটি বুজে
দোষগুলো সব করছি জমা
জাগছি আজি কলম নিয়ে
নাই নাই তোর নাইরে ক্ষমা।
জাগছি আমি খালিদ হয়ে
রাজ্যটা তোর উল্টে দেবো
তোর সাথে আজ নতুন করে
যুদ্ধ করার শপথ নেবো
আয়রে আজি ময়দানে আয়
দেখিরে তোর সাহস কতো
সাগর থেকে আসছেরে ঐ
মুক্তিযোদ্ধা শত শত
কই পালাবি কোথায় যাবি
সবাই যে তোর প্রাণটা নেবে
ক্ষুধার্তরা চিৎকারে তোর
কর্ণ আজি ফাটিয়ে দেবে।
বাঁচতে যদি চাস তাহলে
আসল নিয়ম কানুন মেনে
সাগর থেকে তুলে তাদের
বুকের মাঝে নে রে টেনে
নয়লে কিন্তু ছাড় পাবিনা
থামবেনা এই কলমখানি
কলমঘাতে ধুলোর সাথে
মিশিয়ে দেবো জিন্দেগানী
ভয় করিনা কাউকে আমি
নির্ভয়ে এই কলম চলে
পার পাবিনা ছাড় পাবিনা
রক্তে যদি আগুন জ্বলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুহেল ইবনে ইসহাক ১৩/০৮/২০১৫
-
আবিদ আল আহসান ০৮/০৭/২০১৫ধন্যবাদ সবাইকে
-
প্রণব কুসুম দত্ত ২৭/০৬/২০১৫ছন্দগঠন খুব সুন্দর।
-
জে এস সাব্বির ০৮/০৬/২০১৫সময়োপযুগি কবিতা । এগিয়ে যাও সাথে আছি ।
-
দেবাশিস্ ভট্টাচার্য্য ৩০/০৫/২০১৫রক্তে যদি আগুন জ্বলে
অসাধারণ লাইনটা..... -
সাইদুর রহমান ২৯/০৫/২০১৫বেশ লিখেছেন।
শুভ কামনা। -
আবু সাহেদ সরকার ২৭/০৫/২০১৫দারুন লাগলো পড়ে। কবি বন্ধু আমার পাতা আসবেন।
-
শাহাদাত হোসেন রাতুল ২৭/০৫/২০১৫বেশ লাগলো !!
-
মিজান রহমান ২৭/০৫/২০১৫দারুন হয়েছে কবি..............................
-
সুলতান মাহমুদ ২৭/০৫/২০১৫দারুণ!
-
শাহাদাত হোসেন রাতুল ২৭/০৫/২০১৫পড়লাম বেশ ভালো লাগলো!!
অনেক অনেক শুভ কামইনা আপনার জন্য !!
Thanks kobi.