গোলাপ ফুলেই খুঁজি
ঘুম ভেঙেছে ভোরে
ঘুম ভেঙেছে এমনিতে নয় কাকে যেন স্মরে
হৃদয় আমার এই সকালে ভাবছে কাকে নিয়ে
ঘুমের মাঝে রোজই আসে কে সে স্বপন প্রিয়ে।
টেবিল পরে ফুলদানিতে সাতটি গোলাপ রাখা
স্বপ্ন স্মৃতি মাখা
ঘ্রাণ যেন তার বাড়ায় না আর একটুখানি প্রীতি
মানসপটে টেনে আনে দুঃখ দেওয়া স্মৃতি।
দুঃখ নিয়ে চেয়ে আছি গোলাপ ফুলের পানে
গোলাপগুলো খুব ভালো নয় দুঃখ শুধুই আনে
একটি বছর আগে
গোলাপ ফুলের স্মৃতি গুলো মনের মাঝে জাগে।
সেই স্মৃতি আজ বুকে নিয়ে উদাস হয়ে থাকি
ভাবনাতে হায় আবার তাকে মিষ্টি স্বরে ডাকি
কোথায় সে যে পাইনা তাকে কিছুইতো না বুঝি
তাই,গোলাপ ফুলেই খুঁজি।
ঘুম ভেঙেছে এমনিতে নয় কাকে যেন স্মরে
হৃদয় আমার এই সকালে ভাবছে কাকে নিয়ে
ঘুমের মাঝে রোজই আসে কে সে স্বপন প্রিয়ে।
টেবিল পরে ফুলদানিতে সাতটি গোলাপ রাখা
স্বপ্ন স্মৃতি মাখা
ঘ্রাণ যেন তার বাড়ায় না আর একটুখানি প্রীতি
মানসপটে টেনে আনে দুঃখ দেওয়া স্মৃতি।
দুঃখ নিয়ে চেয়ে আছি গোলাপ ফুলের পানে
গোলাপগুলো খুব ভালো নয় দুঃখ শুধুই আনে
একটি বছর আগে
গোলাপ ফুলের স্মৃতি গুলো মনের মাঝে জাগে।
সেই স্মৃতি আজ বুকে নিয়ে উদাস হয়ে থাকি
ভাবনাতে হায় আবার তাকে মিষ্টি স্বরে ডাকি
কোথায় সে যে পাইনা তাকে কিছুইতো না বুঝি
তাই,গোলাপ ফুলেই খুঁজি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহাদাত হোসেন রাতুল ২২/০৫/২০১৫ভালো লাগা রেখে গেলাম আমি
-
আব্দুল মান্নান মল্লিক ২১/০৫/২০১৫খুব ভাল লাগলো
-
রইস উদ্দিন খান আকাশ ২১/০৫/২০১৫সুন্দর হয়েছে
-
সোমাদ্রি ২১/০৫/২০১৫সুন্দর হাঁই তুললাম