www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আসবে আবার সুখ

ঐ নীল আকাশ সেদিন ছিলো শরৎ মেঘে ঢাকা
তুমি আমি যাচ্ছি কোথাও রাস্তাটা বেশ ফাকা
চলছে গাড়ি আমরা দুজন পাশাপাশি বসে
নতুন প্রীতির ঝলকানিতে যাচ্ছে হৃদয় ধ্বসে
হয়তো কিছু ভাবছো তুমি কেমন উদাস মনে
একটিবারও কওনি কথা এই যে আমার সনে।

তারপর সেই অনেক সময় এমনি করেই গেলো
তোমার উদাস হৃদয় আমার নাইবা দেখা পেলো
আমি ঠিকই তোমার হৃদয় দেখেছিলাম বুঝি
তাইতো তারই কাছে গিয়ে ভালোবাসা খুঁজি
খুঁজতেই ঠিক পেয়ে গেলাম তোমার ভালবাসা
এক নিমিষেই পূর্ণ হলো আমার মনের আশা।

গোলাপী ঐ ঠোঁট বাঁকিয়ে একটু করে হেসে
তুমি আমায় কাছে নিলে অনেক ভালবেসে
আমার দুহাত তোমার হাতের মধ্যে টেনে নিয়ে
হৃদয় কারায় বাঁধলে আমায় ভালবাসা দিয়ে
চোখের ভাষায় বুঝিয়ে দিলে 'দাওনা একটু চুমি'
বললে আবার 'আমার জীবনসাথী হবে তুমি?'

এমন করে ধীরে ধীরে তোমার আমার প্রীতি
তাজমহলের মতো গড়ে তুলছে অনেক স্মৃতি
ভাবছি সেদিন সবিই আমি খুব সহজেই পাই
আসলে কিন্তু খুব সহজের কোন মূল্য নাই
তাই আমাদের সুখের স্বপ্ন ভাঙলো ভয়াল ঝড়ে
আজো আমি তোমায় খুঁজি রাখতে বুকে ধরে।

অমাবশ্যার আঁধার আজি যায়না যে পথ দেখা
অন্ধকারে কেমনে চলে নাইতো আমার শেখা
তাইতো খুঁজি কোন পথে আজ আলোর দেখা পাবো
আলোর সে পথ দিয়েই আমি তোমার কাছে যাবো
খুব নিকটে বসবো ঘেঁষে দেখবো তোমার মুখ
দুঃখ সকল বিদায় নিবে, আসবে আবার সুখ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৪১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৫/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast