অন্ধকারের খুনি
মনে আছে সেদিন গভীর রাতের কথা
রাসুলপ্রেমী ঘুমন্ত ঐ আম জনতা
মতিঝিলের রাস্তা পরে শুয়ে ছিলো
হঠাৎ যেন ইস্রাফিলে শিংগা দিলো
ভয়ঙ্কর এক প্রলয় যেন উঠলো ভবে
হয়তো আজি রোজ কেয়ামত,ভাবলো সবে।
ছোট্ট শিশু ঘুম ভেঙে ফের দুচোখ মেলে
দেখলো সে যে আসছে মরণ আঁধার ঠেলে
চিকৎকারে যেই ছুটলো বাছা সমুখপানে
বুক ফাটা কত কান্নার আওয়াজ আসলো কানে
বিশাল শব্দে ফুটলো বোমা গাড়ির চাকা
সে জন্য সেই কান্নার আওয়াজ পড়লো ঢাকা।
শত মায়ের বুক যে সেদিন রিক্ত হলো
দেখলো না কেউ কে দেবে এর জবাব বলো!
কতো রক্ত রাজপথে ঐ পড়লো ঝরে
খুনি সরদার তাই নিয়ে ফের রঙ্গ করে
শান্ত হয়ে ঠান্ডা মাথায় রঙ্গ শুনি
সব কাপুরুষ অন্ধকারের পাষাণ-খুনি।
খুনি সর্দার হাসছে আজো খেলার ছলে
বিদ্রোহী এই মন যে আজি তাকেই বলে
তুইতো খুনী রক্তে যে তোর হাতটি মাখা
জন্মগত ঘাড়ের রগটা একটু বাঁকা
মুখ দিয়ে তোর সারাক্ষণই ফালতু কথা
এসব যে তোর নষ্ট নীতির ঐ নষ্ট প্রথা।
তোর চোখেতে লোক দেখানো মিথ্যা পানি
ভেতরগত সবকিছু তোর আমরা জানি
নাস্তিকদের সাথেই থাকিস সারাবেলা
কাজ নেই তোর হুজুর নিয়ে করিস খেলা
দাড়ি টুপি দেখলে বলিস জঙ্গিবাদী
হুজুর হলেই তোর জুলুমে আমরা কাঁদি।
কাঁদবো না আর জাগছি এবার মৃত্যু-সাথে
অতীত সকল ভাবছি আজি গভীর রাতে
স্মৃতির পাতায় সব দেখা যায় মরণ খেলা
ভবিষ্যতের পাতায় দেখি ডুবছে বেলা
জাগছি আমি চেয়ে আছি রক্ত চোখে
খুব শিঘ্রই রাজ্যহারা দেখতে তোকে।
রাসুলপ্রেমী ঘুমন্ত ঐ আম জনতা
মতিঝিলের রাস্তা পরে শুয়ে ছিলো
হঠাৎ যেন ইস্রাফিলে শিংগা দিলো
ভয়ঙ্কর এক প্রলয় যেন উঠলো ভবে
হয়তো আজি রোজ কেয়ামত,ভাবলো সবে।
ছোট্ট শিশু ঘুম ভেঙে ফের দুচোখ মেলে
দেখলো সে যে আসছে মরণ আঁধার ঠেলে
চিকৎকারে যেই ছুটলো বাছা সমুখপানে
বুক ফাটা কত কান্নার আওয়াজ আসলো কানে
বিশাল শব্দে ফুটলো বোমা গাড়ির চাকা
সে জন্য সেই কান্নার আওয়াজ পড়লো ঢাকা।
শত মায়ের বুক যে সেদিন রিক্ত হলো
দেখলো না কেউ কে দেবে এর জবাব বলো!
কতো রক্ত রাজপথে ঐ পড়লো ঝরে
খুনি সরদার তাই নিয়ে ফের রঙ্গ করে
শান্ত হয়ে ঠান্ডা মাথায় রঙ্গ শুনি
সব কাপুরুষ অন্ধকারের পাষাণ-খুনি।
খুনি সর্দার হাসছে আজো খেলার ছলে
বিদ্রোহী এই মন যে আজি তাকেই বলে
তুইতো খুনী রক্তে যে তোর হাতটি মাখা
জন্মগত ঘাড়ের রগটা একটু বাঁকা
মুখ দিয়ে তোর সারাক্ষণই ফালতু কথা
এসব যে তোর নষ্ট নীতির ঐ নষ্ট প্রথা।
তোর চোখেতে লোক দেখানো মিথ্যা পানি
ভেতরগত সবকিছু তোর আমরা জানি
নাস্তিকদের সাথেই থাকিস সারাবেলা
কাজ নেই তোর হুজুর নিয়ে করিস খেলা
দাড়ি টুপি দেখলে বলিস জঙ্গিবাদী
হুজুর হলেই তোর জুলুমে আমরা কাঁদি।
কাঁদবো না আর জাগছি এবার মৃত্যু-সাথে
অতীত সকল ভাবছি আজি গভীর রাতে
স্মৃতির পাতায় সব দেখা যায় মরণ খেলা
ভবিষ্যতের পাতায় দেখি ডুবছে বেলা
জাগছি আমি চেয়ে আছি রক্ত চোখে
খুব শিঘ্রই রাজ্যহারা দেখতে তোকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবিদ আল আহসান ১৬/০৫/২০১৫মনে রাখবেন। না ভুলাই ভালো
-
এনামুল হক ১৫/০৫/২০১৫ভুলি নাই, ভুলি নাই আমি সেদিনের কথা ভুলি নাই,
-
সাইদুর রহমান ১৪/০৫/২০১৫সুন্দর কবিতাটি।
-
সুব্রত সামন্ত (বুবাই) ১৪/০৫/২০১৫তাহলে অন্ধকারের খুনি এরকম হয় ?