তোমার প্রেমে
কেন যেন পড়ে গেছি তোমার প্রেমে
ভালবেসে গেঁথে নিছি হৃদয় ফ্রেমে
আছো তুমি আমার মনের বন্দীশালায়
তাইতো হৃদয় নীরব-প্রেমের অগ্নি জ্বালায়।
সারাক্ষণই চায় তোমাকে আমার এ মন
তুমি শুধু পালিয়ে বেড়াও হওনা আপন
কাছে এসেও ফের চলে যাও আবার দূরে
আবার আমায় ডাক দিয়ে যাও প্রীতির সুরে।
কেন আমার হাত ধরে ফের হাত ছেড়ে দাও
গভীর রাতে কেন প্রেমের মশাল জ্বালাও
ক্ষণিক পরেই তোমার খবর নাইবা জানি
বুঝিনা হায় কেমন তোমার হৃদয় খানি।
শোন প্রিয়, আমার একটু কাছে আসো
হৃদয় খুলে বলো আমায় 'ভালোবাসো'
তোমার কথায় শান্তি পাবে অশান্তি মন
এই আমাকে শান্তি দিতে বলবে, কেমন?
ভালবেসে গেঁথে নিছি হৃদয় ফ্রেমে
আছো তুমি আমার মনের বন্দীশালায়
তাইতো হৃদয় নীরব-প্রেমের অগ্নি জ্বালায়।
সারাক্ষণই চায় তোমাকে আমার এ মন
তুমি শুধু পালিয়ে বেড়াও হওনা আপন
কাছে এসেও ফের চলে যাও আবার দূরে
আবার আমায় ডাক দিয়ে যাও প্রীতির সুরে।
কেন আমার হাত ধরে ফের হাত ছেড়ে দাও
গভীর রাতে কেন প্রেমের মশাল জ্বালাও
ক্ষণিক পরেই তোমার খবর নাইবা জানি
বুঝিনা হায় কেমন তোমার হৃদয় খানি।
শোন প্রিয়, আমার একটু কাছে আসো
হৃদয় খুলে বলো আমায় 'ভালোবাসো'
তোমার কথায় শান্তি পাবে অশান্তি মন
এই আমাকে শান্তি দিতে বলবে, কেমন?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইকবাল হাসান ১৮/০৪/২০১৫
-
রাবিত ১৭/০৪/২০১৫খুব ই ভাল হয়েছে
-
সাইদুর রহমান ১৬/০৪/২০১৫খু-ব সুন্দর কবিতা।
শুভ কামনা। -
শ্রী সঞ্জয় কুমার মুখোপাধ্যায় ১৬/০৪/২০১৫খুব সুন্দর
-
জাহিদুর রহমান ১৬/০৪/২০১৫Valo laglo kobi saheb
-
শাহাদাত হোসেন রাতুল ১৬/০৪/২০১৫বেশ প্রানবন্ত লেখা
শুভ কামনা কবিকে...... -
সবুজ আহমেদ কক্স ১৬/০৪/২০১৫বৈশাখী শুভেচ্ছা
-
রক্তিম ১৬/০৪/২০১৫বেশ সুন্দর হয়েছে।
সুন্দর লিখেছেন......