একটু আসো
সকাল থেকেই হারিয়ে গেছি কল্প বনে
সারাটা দিন তোমার কথা পড়ছে মনে
বারান্দার ঐ চেয়ারেতে দুচোখ বুঁজে
অন্ধকারের মাঝেই তোমায় যাচ্ছি খুঁজে।
কোথায় তুমি? আমি বড় কষ্টে আছি
প্রতি ক্ষণেই কষ্টে মরি, আবার বাঁচি
অতীত ভেবে দুঃখে মনে অগ্নি জ্বলে
কষ্ট চেপে তবুও হাসি সুখের ছলে।
কোথায় তুমি আমার কাছে একটু আসো
মিথ্যে হলেও বলো আমায় "ভালবাসো"
হয়তো হৃদয় তাতেও বড় শান্তি পাবে
কষ্ট সকল এক নিমিষেই ফুরিয়ে যাবে।
বলছি এসব আবোলতাবোল একলা একা
চোখ বুঁজে ফের ভাবছি পাবো তোমার দেখা
কল্পনাতেই পেয়েছি প্রিয় এইতো তুমি!
দেখবো না আর কাঁপছে আমার হৃদয় ভুমি।
সারাটা দিন তোমার কথা পড়ছে মনে
বারান্দার ঐ চেয়ারেতে দুচোখ বুঁজে
অন্ধকারের মাঝেই তোমায় যাচ্ছি খুঁজে।
কোথায় তুমি? আমি বড় কষ্টে আছি
প্রতি ক্ষণেই কষ্টে মরি, আবার বাঁচি
অতীত ভেবে দুঃখে মনে অগ্নি জ্বলে
কষ্ট চেপে তবুও হাসি সুখের ছলে।
কোথায় তুমি আমার কাছে একটু আসো
মিথ্যে হলেও বলো আমায় "ভালবাসো"
হয়তো হৃদয় তাতেও বড় শান্তি পাবে
কষ্ট সকল এক নিমিষেই ফুরিয়ে যাবে।
বলছি এসব আবোলতাবোল একলা একা
চোখ বুঁজে ফের ভাবছি পাবো তোমার দেখা
কল্পনাতেই পেয়েছি প্রিয় এইতো তুমি!
দেখবো না আর কাঁপছে আমার হৃদয় ভুমি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবিদ আল আহসান ২৬/০৫/২০১৫সবাইকে অনেক ধন্যবাদ
-
এমএসএস রেহমান ২৬/০৫/২০১৫এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। বেশ লাগছিল। একটু স্যাডি কিন্তু চরম রোমান্টিক। আমার খুব ভাল লেগেছে।
-
শাহাদাত হোসেন রাতুল ২৫/০৫/২০১৫বেশ লাগলো !!
-
শাহাদাত হোসেন রাতুল ১৭/০৪/২০১৫ভাল লাগলো কবির লেখাটা......
-
জাহিদুর রহমান ১৬/০৪/২০১৫মুগ্ধ করে দিলেন
-
সবুজ আহমেদ কক্স ১৫/০৪/২০১৫ছন্দ ইজ নাইস
-
আনন্দ মোহন বিশ্বাস ১৫/০৪/২০১৫প্রথম লাইনটি মন কেড়ে নেয় । ভাল লেগেছে