রক্ত চোষা
রক্তচোষা দুই রাজা কেন আমার দেশে?
সর্বহারার কান্না আজো ভেসে আসে!
পথের মাঝে কেন আজো মানুষ মরে?
দুই রাজাতো শান্তি সুখেই থাকে ঘরে।
রাজপথে নেই, বুলেট প্রুফ তাদের গাড়ি
এসি নামক শান্তি আছে তাদের বাড়ি
মরলে কেহ লোক দেখানো কান্না করে
এইভাবেতেই রাজ্য তারা রাখছে ধরে।
দেশ প্রেমিদের জঙ্গি বলে বন্দী করে
দেশ দ্রোহীদের সাথে আবার সন্ধি করে
ভীন দেশিদের পা চাটে ফের লজ্জা ভুলে
দুইটি নীতির দুজন হলেও একই মূলে।
অনেক দেখেছি অন্যায় আর জুলুমবাজি
ক্ষেপে গেছি তাই আজকে আমি মরতে রাজি
ভয় করিনা ফালতু কারো বজ্রনিনাদ
বনেছি আজি যুগের নাবিক ও সিন্দাবাদ।
আমাতে আজি এসেছে খালেদ, তরবারি তার
পারস্য আর রোমান রাজ্য করে ছারখার
রোম সম্রাট পালিয়ে বেড়ায় আমার ভয়ে
আমি মহাবীর শপথ করেছি বিশ্ব জয়ে।
ফাঁসির মঞ্চ, লোহার শেকল জেল-কারাগার
করবো বরণ কোন কিছুতেই ভয় নেই আমার
সত্য কথা বলবো আমি কাফন পরে
ভাঙবো সবি গড়তে আবার নতুন করে।
আমি আজ সেই বীর ওমরের বিদ্রোহী মন
প্রতি ক্ষণে তাই শুধু খুঁজে যাই কোথায় মরণ!
ভয় করিনা কাউকে আজি হোক সে রাজা
অত্যাচারী হলেই পাবি চরম সাজা।
সর্বহারার কান্না আজো ভেসে আসে!
পথের মাঝে কেন আজো মানুষ মরে?
দুই রাজাতো শান্তি সুখেই থাকে ঘরে।
রাজপথে নেই, বুলেট প্রুফ তাদের গাড়ি
এসি নামক শান্তি আছে তাদের বাড়ি
মরলে কেহ লোক দেখানো কান্না করে
এইভাবেতেই রাজ্য তারা রাখছে ধরে।
দেশ প্রেমিদের জঙ্গি বলে বন্দী করে
দেশ দ্রোহীদের সাথে আবার সন্ধি করে
ভীন দেশিদের পা চাটে ফের লজ্জা ভুলে
দুইটি নীতির দুজন হলেও একই মূলে।
অনেক দেখেছি অন্যায় আর জুলুমবাজি
ক্ষেপে গেছি তাই আজকে আমি মরতে রাজি
ভয় করিনা ফালতু কারো বজ্রনিনাদ
বনেছি আজি যুগের নাবিক ও সিন্দাবাদ।
আমাতে আজি এসেছে খালেদ, তরবারি তার
পারস্য আর রোমান রাজ্য করে ছারখার
রোম সম্রাট পালিয়ে বেড়ায় আমার ভয়ে
আমি মহাবীর শপথ করেছি বিশ্ব জয়ে।
ফাঁসির মঞ্চ, লোহার শেকল জেল-কারাগার
করবো বরণ কোন কিছুতেই ভয় নেই আমার
সত্য কথা বলবো আমি কাফন পরে
ভাঙবো সবি গড়তে আবার নতুন করে।
আমি আজ সেই বীর ওমরের বিদ্রোহী মন
প্রতি ক্ষণে তাই শুধু খুঁজে যাই কোথায় মরণ!
ভয় করিনা কাউকে আজি হোক সে রাজা
অত্যাচারী হলেই পাবি চরম সাজা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সৈয়দ আলি আকবর, ১৪/০৪/২০১৫কবির উপস্থাপন সত্তিই দারুন
-
জাহিদুর রহমান ১৪/০৪/২০১৫Khomotasinra rokto chosha hoy basi
-
অ ৩১/০৩/২০১৫দেশের বর্তমান পরিস্থিতির সুন্দর উপস্থাপন ।
বেশ ভাল লাগল । -
মঞ্জুর হোসেন মৃদুল ৩০/০৩/২০১৫ভাল লাগা রেখে গেলাম।
-
রইস উদ্দিন খান আকাশ ৩০/০৩/২০১৫দুই রাজা।
-
দ্বীপ সরকার ৩০/০৩/২০১৫ভালো লাগলো।
-
জাফর পাঠান ৩০/০৩/২০১৫ছন্দে ছন্দে সুন্দর বাস্তবতা তুলে ধরলেন । ভালো লাগলো বেশ ।