ভালবাসা দিও
ভাঙলো ভোরে ঘুম
অনুভবিলাম কপাল জুড়ে সূর্য্য মামার চুম
ঘুমো ঘুমো চোখে আমি বিছানা ত্যাগ করে
হন্য হয়ে ছুটছি কোথাও কাকে যেন স্বরে!
এসেছি এক বাগে
হঠাৎ করে মুগ্ধ হলাম কি এক অনুরাগে!
শত শত ফুলের মাঝে আমি একাই কলি
সবকিছু বাদ,আজকে শুধু তোমার কথা বলি।
শত ফুলের মাঝে
তুমিই আমার চোখ জুড়ালে লাল গোলাপের সাজে
ঠিক তখনই মনটা তোমায় বেঁধে নিলো ফ্রেমে
প্রথম দেখেই পড়ে গেছি আমি তোমার প্রেমে।
সেদিন দুপুর বেলা
গাছের পাতার ফাঁকে ফাঁকে খানিক রোদের মেলা
রোদ মাখানো শীতল হাওয়া প্রাণের দোলা দিয়ে
আমার হৃদয় রেখে আসছি তোমার কাছে নিয়ে।
তোমার ছবি দেখি
অনুরাগের কলম দিয়ে নতুন কাব্য লেখি
মুখের ভাষায় 'ভালবাসি' বলতে পারিনিতো
কবিতাতে বলছি, এ প্রেম করতে আলোকিত।
তোমার তরে কথা
আজকে আমি তোমার শাখার জীবন স্বর্ণলতা
তোমার জন্য এই কবিতা, গ্রহণ করে নিও
হৃদয় থেকে একটুখানি ভালবাসা দিও।
***একজন ফেসবুক বন্ধুকে নিয়ে লিখলাম। অবশ্য শুধুমাত্র কবিতা লেখার সময় ছাড়া তাকে নিয়ে এমন কল্পনা কখনো করিনি।
যাকে নিয়ে লেখা সে বুঝতে পারলে একটা কথাই বলবো... "এটা জাষ্ট একটা কবিতা, আর কবি মন যে কত কিছুই ভাবে!!"
অনুভবিলাম কপাল জুড়ে সূর্য্য মামার চুম
ঘুমো ঘুমো চোখে আমি বিছানা ত্যাগ করে
হন্য হয়ে ছুটছি কোথাও কাকে যেন স্বরে!
এসেছি এক বাগে
হঠাৎ করে মুগ্ধ হলাম কি এক অনুরাগে!
শত শত ফুলের মাঝে আমি একাই কলি
সবকিছু বাদ,আজকে শুধু তোমার কথা বলি।
শত ফুলের মাঝে
তুমিই আমার চোখ জুড়ালে লাল গোলাপের সাজে
ঠিক তখনই মনটা তোমায় বেঁধে নিলো ফ্রেমে
প্রথম দেখেই পড়ে গেছি আমি তোমার প্রেমে।
সেদিন দুপুর বেলা
গাছের পাতার ফাঁকে ফাঁকে খানিক রোদের মেলা
রোদ মাখানো শীতল হাওয়া প্রাণের দোলা দিয়ে
আমার হৃদয় রেখে আসছি তোমার কাছে নিয়ে।
তোমার ছবি দেখি
অনুরাগের কলম দিয়ে নতুন কাব্য লেখি
মুখের ভাষায় 'ভালবাসি' বলতে পারিনিতো
কবিতাতে বলছি, এ প্রেম করতে আলোকিত।
তোমার তরে কথা
আজকে আমি তোমার শাখার জীবন স্বর্ণলতা
তোমার জন্য এই কবিতা, গ্রহণ করে নিও
হৃদয় থেকে একটুখানি ভালবাসা দিও।
***একজন ফেসবুক বন্ধুকে নিয়ে লিখলাম। অবশ্য শুধুমাত্র কবিতা লেখার সময় ছাড়া তাকে নিয়ে এমন কল্পনা কখনো করিনি।
যাকে নিয়ে লেখা সে বুঝতে পারলে একটা কথাই বলবো... "এটা জাষ্ট একটা কবিতা, আর কবি মন যে কত কিছুই ভাবে!!"
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জাহিদুর রহমান ১৪/০৪/২০১৫Valobasa dio
-
অ ৩১/০৩/২০১৫সুন্দর...............।।
-
আবিদ আল আহসান ২৯/০৩/২০১৫ধন্যবাদ
-
শম্পা ২৯/০৩/২০১৫খুব সুন্দর।
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৯/০৩/২০১৫চমৎকার লিখেছেন।
-
স্বপন রোজারিও(১) ২৯/০৩/২০১৫ভালবাসার গল্প।
-
নাজমুল আহসান ২৯/০৩/২০১৫ভাল
-
সবুজ আহমেদ কক্স ২৯/০৩/২০১৫ভালো লাগলো কবিতা