একটুখানি বুঝি
বুলেট বোমায় মরছে মানুষ নেই জীবনের দাম
না জানি ফের আমরা কবে হবো সফলকাম!
রাস্তা ঘাটে যায়না চলা মরণ আকড়ে ধরে
আজ মনে হয় আমরা আছি সেই সে একাত্তরে
সোনার এ দেশ এমন কেন বলতে পারো নাকি
স্বাধীন দেশে কেন আজো পরাধীন হয়ে থাকি?
রাস্তা ঘাটে-হাটে-মাঠে চলতে কেন ভয়?
আবার শুনি দেশটা নাকি ষোলো কোটির নয়!
অবাক লাগে জ্ঞান পাপীদের এমন কথা শুনে
চামচামী আজ করার লাগি উল্টাপাল্টা গুনে
কেউবা আবার ইচ্ছে করে কি সব বকে যায়
লজ্জা ভুলে পড়ে আবার ভীনদেশীদের পায়
শান্ত দেশে কেন আমরা আবার শান্তি খুঁজি?
সবকিছু না বুঝলেও আজ একটুখানি বুঝি
অদৃশ্য এক পিশাচী শক্তি রাখছে এ দেশ ঘিরে
শান্তি নামক শব্দটি তাই আসছে নাকো ফিরে?
না জানি ফের আমরা কবে হবো সফলকাম!
রাস্তা ঘাটে যায়না চলা মরণ আকড়ে ধরে
আজ মনে হয় আমরা আছি সেই সে একাত্তরে
সোনার এ দেশ এমন কেন বলতে পারো নাকি
স্বাধীন দেশে কেন আজো পরাধীন হয়ে থাকি?
রাস্তা ঘাটে-হাটে-মাঠে চলতে কেন ভয়?
আবার শুনি দেশটা নাকি ষোলো কোটির নয়!
অবাক লাগে জ্ঞান পাপীদের এমন কথা শুনে
চামচামী আজ করার লাগি উল্টাপাল্টা গুনে
কেউবা আবার ইচ্ছে করে কি সব বকে যায়
লজ্জা ভুলে পড়ে আবার ভীনদেশীদের পায়
শান্ত দেশে কেন আমরা আবার শান্তি খুঁজি?
সবকিছু না বুঝলেও আজ একটুখানি বুঝি
অদৃশ্য এক পিশাচী শক্তি রাখছে এ দেশ ঘিরে
শান্তি নামক শব্দটি তাই আসছে নাকো ফিরে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ আহমেদ কক্স ২৭/০৩/২০১৫অনেক বার পড়া হলো
-
সবুজ আহমেদ কক্স ২৬/০৩/২০১৫চমৎকার
-
স্বাধীন আমিনুল ইসলাম ২৬/০৩/২০১৫সমসাময়িক কবিতা,অনেক সুন্দর লিখেছেন। আমরা শান্তির চাই।
-
দ্বীপ সরকার ২৬/০৩/২০১৫ভালো লাগলো।
-
তুষার রায় ২৬/০৩/২০১৫ফুটে উঠেছে বাস্তবতা.........
-
রফিক রায়হান ২৫/০৩/২০১৫সুন্দর
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৫/০৩/২০১৫বাহ খুব ভাল লাগল।
-
আগন্তুক নাগরিক ২৫/০৩/২০১৫বরাবরের মতই সুন্দর লেখা কবি ।
-
সৈয়দ আলি আকবর, ২৫/০৩/২০১৫অনেক সুন্দর লেখা আমার কুব বল লেগেছে