ফাগুন
ফাগুনের ফুল ফুটেছে ঐ
তোরা সব কোথায় গেলি কই??
আসলো ফাগুন অ-গুন নিয়ে
স্বপ্নগুলো মুছে দিয়ে
ফুল নয় সে কাটার খোচায় ফেললোরে হৈচৈ
তবুও ফাগুন কবিতা-গল্পে ভরপুর এক বই।
ফাগুনের স্নিগ্ধ পরশ নাই
ফাগুনে আগুন দেখি তাই
জ্বলছে আগুন অবিরত
মরছে পথে কত শত
পাখির মতো মরছে মানুষ জীবনের দাম নাই
শান্তির সেই ফাগুন, তবু জ্বলছে আগুন ভাই।
কোথা' সব ফাগুন মাসের সেনা
ফাগুনের শান্তি ফিরিয়ে দেনা
লিখক-কবি কইরে তোরা?
আনরে ফাগুন শান্তি ভরা
চাই সেই সুখ যে সুখ মোদের রক্ত দিয়ে কেনা
চাই, ফাগুন সুখে হাসবে সবে আর কেউ কাঁদবে না।
তোরা সব কোথায় গেলি কই??
আসলো ফাগুন অ-গুন নিয়ে
স্বপ্নগুলো মুছে দিয়ে
ফুল নয় সে কাটার খোচায় ফেললোরে হৈচৈ
তবুও ফাগুন কবিতা-গল্পে ভরপুর এক বই।
ফাগুনের স্নিগ্ধ পরশ নাই
ফাগুনে আগুন দেখি তাই
জ্বলছে আগুন অবিরত
মরছে পথে কত শত
পাখির মতো মরছে মানুষ জীবনের দাম নাই
শান্তির সেই ফাগুন, তবু জ্বলছে আগুন ভাই।
কোথা' সব ফাগুন মাসের সেনা
ফাগুনের শান্তি ফিরিয়ে দেনা
লিখক-কবি কইরে তোরা?
আনরে ফাগুন শান্তি ভরা
চাই সেই সুখ যে সুখ মোদের রক্ত দিয়ে কেনা
চাই, ফাগুন সুখে হাসবে সবে আর কেউ কাঁদবে না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পিয়ালী দত্ত ১৬/০৩/২০১৫সুন্দর
-
স্বপন রোজারিও(১) ১৫/০৩/২০১৫ফাগুনের রুপ।
-
সবুজ আহমেদ কক্স ১৫/০৩/২০১৫দারুন