বদলে গেছে সোনার দেশ
বদলে গেছে সব কিছু আজ বদলে গেছে রাত্র-দিন
সোনার দেশটা বদলে গিয়ে হয়েছে আজ ফিলিস্তিন
পড়ছে বোমা মরছে মানুষ কার কি তাতে আসে যায়!
স্বাধীন দেশের স্বাধীনতা কোথায় গেল হায়রে হায়
রাস্তার মাঝে পুড়ছে গাড়ি ঝলসে যাচ্ছে মানুষ ঐ
মানুষ খুনি নেতারা সব কইরে তোরা গেলি কই?
আয় দেখে যা হাসপাতালের বেডে কত মায়ের ধন
রাজনীতির ঐ নষ্ট থাবায় হারিয়ে ফেলেছে নিজ
জীবন
ঝলসে গেছে শরীর তাদের কতেক পুড়ে হয়েছে ছাই
সত্যি করে বলতো দেখি তোদের কতো রক্ত চাই?
আর কতো লাশ লাগবে তোদের লাগবে কতো চোখের
জল?
রাজনীতি কে চাঙ্গা করতে কতো রক্ত লাগবে বল?
আজ ঘরের মধ্যে জীবন সবার বাহিরেই মরণ ভয়
আম জনতার জীবন যেন হাতের মুঠোয় রাখতে হয়
ঘরের থেকে বের হলেই মরণ ভাসে চোখের পর
রাজনীতির এই খেলা দেখে কেঁপে ওঠে কণ্ঠস্বর
জীবন যেন খুবই তুচ্ছ নাই তার কোন দাম যে নাই
স্বাধীনতা আজ হারিয়ে গেছে বড় পরাধীন আমরা ভাই
মরছে মানুষ ঝাঁকে ঝাঁকে আতংকিত চতুরপাশ
রাস্তা-ঘাটে বের হলেই ফিরতে হবে হয়ে লাশ।
# অনেকদিন পর লিখলাম.
কেমন হলো বুঝতে পারছিনা
সোনার দেশটা বদলে গিয়ে হয়েছে আজ ফিলিস্তিন
পড়ছে বোমা মরছে মানুষ কার কি তাতে আসে যায়!
স্বাধীন দেশের স্বাধীনতা কোথায় গেল হায়রে হায়
রাস্তার মাঝে পুড়ছে গাড়ি ঝলসে যাচ্ছে মানুষ ঐ
মানুষ খুনি নেতারা সব কইরে তোরা গেলি কই?
আয় দেখে যা হাসপাতালের বেডে কত মায়ের ধন
রাজনীতির ঐ নষ্ট থাবায় হারিয়ে ফেলেছে নিজ
জীবন
ঝলসে গেছে শরীর তাদের কতেক পুড়ে হয়েছে ছাই
সত্যি করে বলতো দেখি তোদের কতো রক্ত চাই?
আর কতো লাশ লাগবে তোদের লাগবে কতো চোখের
জল?
রাজনীতি কে চাঙ্গা করতে কতো রক্ত লাগবে বল?
আজ ঘরের মধ্যে জীবন সবার বাহিরেই মরণ ভয়
আম জনতার জীবন যেন হাতের মুঠোয় রাখতে হয়
ঘরের থেকে বের হলেই মরণ ভাসে চোখের পর
রাজনীতির এই খেলা দেখে কেঁপে ওঠে কণ্ঠস্বর
জীবন যেন খুবই তুচ্ছ নাই তার কোন দাম যে নাই
স্বাধীনতা আজ হারিয়ে গেছে বড় পরাধীন আমরা ভাই
মরছে মানুষ ঝাঁকে ঝাঁকে আতংকিত চতুরপাশ
রাস্তা-ঘাটে বের হলেই ফিরতে হবে হয়ে লাশ।
# অনেকদিন পর লিখলাম.
কেমন হলো বুঝতে পারছিনা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম আর মিজান ২১/০৩/২০১৫ভালো লেগেছে ভাই।
-
রইস উদ্দিন খান আকাশ ২০/০২/২০১৫অসাধারণ
-
মেহেদী হাসান (নয়ন) ২৮/০১/২০১৫সথ্যি অনেক ভাল লিখছেন, আমাদের দেশের বর্তমান অবস্থা তুলে ধরলের।
-
অ ২৬/০১/২০১৫চমৎকার হয়েছে কবি ।
নোংরা রাজনীতির বলী হচ্ছে আপনার আমার মত সাধারণ মানুষ । -
সবুজ আহমেদ কক্স ২৬/০১/২০১৫কবি আবিদ আল হাসান
।
অসংখ্য ...............ধন্যবাদ -
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৬/০১/২০১৫কত ভালো হয়েছে সে ব্যাখ্যায় যেতে পারবো না। শুধু এইটুকু বলি প্রিয়তে না রেখে পারলাম না।
-
ফিরোজ মানিক ২৫/০১/২০১৫কবিতাটি বাস্তব এবং চিরন্তন সত্য, তবে এ সত্যের মূল্য দেবে কে!
-
হাসান কামরুল ২৫/০১/২০১৫বাহ !!
বেশ লাগলো আমার। -
সুলতান মাহমুদ ২৫/০১/২০১৫good
-
হাসান ইমতি ২৫/০১/২০১৫সব কিছুর জন্য দায়ী কিছু মানুষ আর তাদের লোভ ...