প্রণয়িনী
সখি তোমায় আমি ভালবাসিয়াছি সারা জীবনের
লাগি'
আজিকায় যেন সেই হারা' প্রেম উঠিয়াছে ফের জাগি'
আপন মনেরে জিজ্ঞাসি যায়
পথ পেয়ে ফের পথকে হারায়
আজো কাঁদে মোর ভগ্ন হৃদয় শুধুই তোমার লাগি
অশ্রুসিক্ত আঁখি দুটি আজ তব সনে অনুরাগী।
হয়তো তুমি আছ মহা সুখে এমনি আমায় ভুলে'
আমার হৃদয়ে তোমার প্রেমের সেই সুর আজো দুলে
কল্পনাতে দেখে' তব মুখ
ফিরিয়া আসে যে মোর হারা' সুখ
চুমু দিয়ে যাই তোমার হাতের আঁকিয়ে গোলাপ ফুলে
তুমি আছো সুখে কিন্তু এ আমি রহিয়াছি যেন শূলে।
সেই একদিন তুমিই সখী ভালবেসে' ছিলে মোরে
নিঠুর আমার এ হৃদয়টি কে প্রেমে দিয়েছিলে ভরে
তোমার মধুর প্রেমের টানে
ছুটিয়াছিলাম তোমার পানে
বুঝিনি তখন তুমি যে আমাকে ভুলিবে এমন করে
আজিকায় তুমি ভাবনায় আসিলে যাই যেন আমি গোরে।
ভেবে'ছি তখন বিশ্ব যাহার ছুঁইতে পারেনি মন
তুমিই হয়তো তাহার মনে থাকিবে সারাক্ষণ
ভাবিয়াছিলাম পারিবে তুমি
শান্ত রাখিবে তাহায় চুমি
পারোনি তুমি পেয়েও আবার হারিয়েছো তার মন
যাহার মনকে পাওয়ার আশায় রয়েছে অনেকজন।
আজো ক্ষণে ক্ষণে ভাবনায় দেখি তুমি আছ মোর পাশে
তব চাঁদমুখ এখনো আমার ভগ্ন হৃদয়ে ভাসে
ভাবনায় শুধু দেখে' যাই তোমা'
আমি প্রিয়তম তুমি প্রিয়তমা
ভাবনা ভাঙিলে আবার কে যেন দুখের হাসন হাসে
স্বর্গবাসের সেই প্রেম যেন চলিলো সর্বনাশে।
ভাবিনি কখনো ছলনায় তুমি মাতিবে আমার সাথে
ভাবিয়াছিলাম তব দেহ খানি রহিবে আমার হাতে
চুমুর পরে হানবো চুমো
রইবে তুমি ঘুমো ঘুমো
মম বাহুর বন্ধনে তুমি থাকিবে গহীন রাতে
এহেন স্বপ্ন আজিকায় যেন বিষাদের সাথে মাতে।
হয়তো তুমি হাসিবে প্রিয়া পড়ে এ কাব্য খানি
অথবা মুছিবে আপন হাতে দুই নয়নের পানি
হয়তো দূরে সরিয়া যাইবে
নয়তো আবার আসিতে চাইবে
না হয় আবার আবেগের বশে হইতে চাইবে রাণী
তব হৃদয়ে আমার এ কাব্য হানিবে আঘাত জানি।
তোমার মতো কুমারী ললনা ভালবেসে ছিলো মোরে
এই কথা ভেবে এখনো আমি যাইযে গর্ব করে
ধন্য কবির ধন্য জীবন
যদিও তুমি করনি গ্রহণ
তবুও তৃপ্ত. শান্তি পাইবো যদিও যাইযে গোরে
ভাবিবো আমায় কল্প' চুমোয় দিয়েছিলে তুমি ভরে।
তোমার তরেতে লিখিয়া যাইবো যতদিন আছি বেঁচে
গাঁথিতে মালা মুক্তা আনিবো গভীর সিন্ধু সেঁচে
আমার এই এ কলম খানি
তোমার তরে লিখিবে জানি
তুমি হয়তো দেখিয়া তাহা আপনায় উঠিবে নেচে
নয়তো বাড়িবে দুঃখ জ্বালা পড়ে যাবে ঘোরপ্যাচে
যদি কোন এক নিশীথে তুমি দেখিয়া আমার ছবি
মনে পড়ে যায় আমাকে অথবা আমার স্মৃতি সবি
সুখ আসিলে হৃদয়ে নিও
দুঃখ আসিলে অভিশাপ দিও
দুই হাত তুলে বদদোয়া করো অস্ত করিতে রবি
না হয় ভাবিও মরিয়া গিয়াছে হতভাগা সেই কবি।
# কবিতাটি অনেক বড়। তাই পুরাটা দেওয়া সম্ভব হয়নি।
লাগি'
আজিকায় যেন সেই হারা' প্রেম উঠিয়াছে ফের জাগি'
আপন মনেরে জিজ্ঞাসি যায়
পথ পেয়ে ফের পথকে হারায়
আজো কাঁদে মোর ভগ্ন হৃদয় শুধুই তোমার লাগি
অশ্রুসিক্ত আঁখি দুটি আজ তব সনে অনুরাগী।
হয়তো তুমি আছ মহা সুখে এমনি আমায় ভুলে'
আমার হৃদয়ে তোমার প্রেমের সেই সুর আজো দুলে
কল্পনাতে দেখে' তব মুখ
ফিরিয়া আসে যে মোর হারা' সুখ
চুমু দিয়ে যাই তোমার হাতের আঁকিয়ে গোলাপ ফুলে
তুমি আছো সুখে কিন্তু এ আমি রহিয়াছি যেন শূলে।
সেই একদিন তুমিই সখী ভালবেসে' ছিলে মোরে
নিঠুর আমার এ হৃদয়টি কে প্রেমে দিয়েছিলে ভরে
তোমার মধুর প্রেমের টানে
ছুটিয়াছিলাম তোমার পানে
বুঝিনি তখন তুমি যে আমাকে ভুলিবে এমন করে
আজিকায় তুমি ভাবনায় আসিলে যাই যেন আমি গোরে।
ভেবে'ছি তখন বিশ্ব যাহার ছুঁইতে পারেনি মন
তুমিই হয়তো তাহার মনে থাকিবে সারাক্ষণ
ভাবিয়াছিলাম পারিবে তুমি
শান্ত রাখিবে তাহায় চুমি
পারোনি তুমি পেয়েও আবার হারিয়েছো তার মন
যাহার মনকে পাওয়ার আশায় রয়েছে অনেকজন।
আজো ক্ষণে ক্ষণে ভাবনায় দেখি তুমি আছ মোর পাশে
তব চাঁদমুখ এখনো আমার ভগ্ন হৃদয়ে ভাসে
ভাবনায় শুধু দেখে' যাই তোমা'
আমি প্রিয়তম তুমি প্রিয়তমা
ভাবনা ভাঙিলে আবার কে যেন দুখের হাসন হাসে
স্বর্গবাসের সেই প্রেম যেন চলিলো সর্বনাশে।
ভাবিনি কখনো ছলনায় তুমি মাতিবে আমার সাথে
ভাবিয়াছিলাম তব দেহ খানি রহিবে আমার হাতে
চুমুর পরে হানবো চুমো
রইবে তুমি ঘুমো ঘুমো
মম বাহুর বন্ধনে তুমি থাকিবে গহীন রাতে
এহেন স্বপ্ন আজিকায় যেন বিষাদের সাথে মাতে।
হয়তো তুমি হাসিবে প্রিয়া পড়ে এ কাব্য খানি
অথবা মুছিবে আপন হাতে দুই নয়নের পানি
হয়তো দূরে সরিয়া যাইবে
নয়তো আবার আসিতে চাইবে
না হয় আবার আবেগের বশে হইতে চাইবে রাণী
তব হৃদয়ে আমার এ কাব্য হানিবে আঘাত জানি।
তোমার মতো কুমারী ললনা ভালবেসে ছিলো মোরে
এই কথা ভেবে এখনো আমি যাইযে গর্ব করে
ধন্য কবির ধন্য জীবন
যদিও তুমি করনি গ্রহণ
তবুও তৃপ্ত. শান্তি পাইবো যদিও যাইযে গোরে
ভাবিবো আমায় কল্প' চুমোয় দিয়েছিলে তুমি ভরে।
তোমার তরেতে লিখিয়া যাইবো যতদিন আছি বেঁচে
গাঁথিতে মালা মুক্তা আনিবো গভীর সিন্ধু সেঁচে
আমার এই এ কলম খানি
তোমার তরে লিখিবে জানি
তুমি হয়তো দেখিয়া তাহা আপনায় উঠিবে নেচে
নয়তো বাড়িবে দুঃখ জ্বালা পড়ে যাবে ঘোরপ্যাচে
যদি কোন এক নিশীথে তুমি দেখিয়া আমার ছবি
মনে পড়ে যায় আমাকে অথবা আমার স্মৃতি সবি
সুখ আসিলে হৃদয়ে নিও
দুঃখ আসিলে অভিশাপ দিও
দুই হাত তুলে বদদোয়া করো অস্ত করিতে রবি
না হয় ভাবিও মরিয়া গিয়াছে হতভাগা সেই কবি।
# কবিতাটি অনেক বড়। তাই পুরাটা দেওয়া সম্ভব হয়নি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অ ২৬/০১/২০১৫
-
আহমাদ মাগফুর ২৬/০১/২০১৫পুরাই ১৯ শতকে চইলা গেলাম রে....
ঠাকুরদা কি ফিইরা আসলো!
সাধু সুন্দর!
বড় মধুর! -
হাসান কামরুল ২৫/০১/২০১৫দারুণ লিখেছেন
-
সবুজ আহমেদ কক্স ২৪/০১/২০১৫fine kobi abid
-
স্বপন রোজারিও(১) ২৪/০১/২০১৫ভাল হয়েছে।
দারুণ । দারুন ।