কি কবিতা লিখবো
কি কবিতা লিখবো বলো?
লিখতে নাহি জানি
কবিতা লিখতে গেলেই পড়ে
আমার চোখের পানি
দেশের কবিতা দশের কবিতা
যাহাই লিখতে যাই
দেখি তখন দুঃখ ছাড়া
অন্য কিছু নাই
তাই কি আর লিখবো বলো?
সব কিছু আজ বাদ দিয়ে শুধু
ধ্যান করি ভাই চলো
লিখতে নাহি জানি
কবিতা লিখতে গেলেই পড়ে
আমার চোখের পানি
দেশের কবিতা দশের কবিতা
যাহাই লিখতে যাই
দেখি তখন দুঃখ ছাড়া
অন্য কিছু নাই
তাই কি আর লিখবো বলো?
সব কিছু আজ বাদ দিয়ে শুধু
ধ্যান করি ভাই চলো
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বাধীন ০৭/১২/২০১৪কবিতাটি ভালো লেগেছে কিন্তু আমিতো ধ্যানে যেতে পারবোনা।
-
মোঃ আবদুল করিম ০৭/১২/২০১৪দেখলেনতো কি কবিতা লিখবেন তা র ধ্যান করতে করতে কি চমৎকার একটি কবিতা হয়ে গেলো ,ভালো ।
-
কৌশিক আজাদ প্রণয় ০৭/১২/২০১৪কবিতাটি ছন্দময়। অনুপ্রাসের ব্যবহারও অনন্য। তবে ১ম দুইটির মতো শেষ স্তবকটিও ৪ লাইন হলে মাত্রার ব্যবহার আরও অনন্য হতো।
-
ইসমাত ইয়াসমিন ০৭/১২/২০১৪Likhbona likhbo na kore o hoea gelo kobita. Taina? Chokhe Pani ase keno?
-
সুলতান মাহমুদ ০৭/১২/২০১৪darun!
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৭/১২/২০১৪ভাই ধ্যানে বসে কি পেলেন জানাবেন প্লিজ।
কবিতাটি সুন্দর হয়েছে।