অভিষেক মান্না
অভিষেক মান্না-এর ব্লগ
-
শরীরের ক্ষত অল্প শুরু ,ছড়িয়ে পড়ে অঙ্গ জুড়ে ৷
সমাজ যদি নষ্ট হয়,তবে তুমি কি করে ভদ্র হলে ৷
স্ফুলিঙ্গ তো ছোটোই হয় ,পোড়ে নিজে প্রথমে ৷
কথা যদি শুধু মুখেরই হয় ,তবে রাত্রি কোনো ক্লান্ত হবে ৷ [বিস্তারিত] -
রোদ্দুর শেষে ,সোঁদামাটির গন্ধে ..
কার্নিশ ভাসে জলে ৷
জানলার ওপারে টুপ্ টাপ শব্দে..
শহর ভিজলো রেলিং বেয়ে ৷ [বিস্তারিত] -
ছিঁড়ে ফেলেছি প্রেস্কিপশন, ঘুমের ট্যাবলেটে প্রেমিকার নাম ৷
কখনো ক্ষতের দাগে ,যতটুকু বেঁচে থাকে, আগুনের লাল ,
শুকনো পাতায় মুঝেছি ধুলো ,গল্পেরা ফুটপাথ ,
শহর ব্যস্ত খুব ,নীরব হোক চোখের কোলাজ ৷ [বিস্তারিত] -
আবার যখন ফিরিয়ে শহর ,বিস্বাদে তে পুরোনোঘর ...
বাষ্প, ধোঁয়া, বাতাস এসে বাতায়নে জড়ো করে৷
জলে ,প্রদীপ নিভতে থাকে ,নরম মনের আঙ্গুল ছুঁয়ে...
দেয়াল ভেঙে তারারা ভিড় করে ৷ [বিস্তারিত] -
মনের ভেতর আরেক মন
ফকির হয় প্রেমে ৷
শামুক লুকিয়ে থাকে , তোমার Dimple এ ৷
মন ভাবে সেও পাগল অন্ধ আর রাতকানা , [বিস্তারিত]