www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালবাসার খেসারত (তোমার ভাবনাতে ২)

*************************************************
তোকে কিছু বলার জন্য আবার মাধ্যম হিসেবে
এই কবিতাকেই বেছে নিলাম। আশা করি পড়বি।
*************************************************

               
কি যে ভুল হয়েছিল তোরে ভালোবেসে
জ্যোৎস্নার আলো আমাকে নিশির সাথে মিলিয়েছে।
শরতের ভেলায় চেপে চাঁদ খেলে লুকোচুরি
অমাবস্যার রাতে আমি দিই দুঃখসাগর পাড়ি।
মিত্রতার বন্ধনে বাঁধতে চেয়েছিলাম ভালবাসার মায়াজালে
জীর্ণ বিছানাতে আমি আজ জড়িয়েছি কাঁটাতারে।
অবহেলার গরম ছেঁকায় দেহ আমার ক্ষতবিক্ষত
সুবিধাবাদী আধুনিকতা বুঝল না ভালবাসার মর্ম।
শুচি অশুচির ঊর্ধে বিরামহীন কথার রুচি
পড়িয়ে দিয়েছে মোর গলে কণ্ঠরোধী দড়ি।

কবিতার কাব্যিকতা লুকিয়েছে কত অব্যক্ত কথা
তোমার তোমাতে কি হয়নি তার ভেদ্যতা?
স্বার্থপরতার জালে জানি জন্ম নেয় বিশ্বাসহীনতা
স্বার্থহীন প্রেমেও ভরসা জয়ে আমার ব্যর্থতা।
মুখ থুবড়েও কখনও ঢাকা পড়িনি আশাহীনতায়
ইতিবাচকতা তাইতো জেগে থাকে অজানা প্রতীক্ষায়।
স্বপ্নের বিভীষিকায় গলদঘর্মে ভাঙে যখন ঘুম
তোমায় কল্পনাতে দেখি সুখ তন্দ্রার রূপ।
রাতপ্রহরে জেগে আছি শুধু তোমারই ভাবনাতে
কবিতা পরিণত হবে গল্পে এইটুকু আশাতে।

অজান্তে ভালোবেসে তোর কথায় ধরেছিলাম কলম
তোকে নিয়েই লিখে ব্যথায় দিয়েছি মলম।
অন্তরের খুনসুটি ব্যক্ত করে জ্বালিয়েছি ব্যাপক
তোর অভিমানে মোর মন হলনা সার্থক।
একাকিত্মের নিঃসঙ্গতায় দিয়েছি ভালবাসার খেসারত
অসময়ের বন্ধুরা থেকেও করতে পারেনি মেরামত।
দেখতে পাওয়া, কথা বলার আশায় পাগলামি
বাড়িয়েছে আমার অশান্ত হৃদয়ের কয়েকগুণ হয়রানি।
অগ্রাহ্যতাই যদি তোকে দেয় অপরিসীম সুখ
মেনে নিলাম আমি ভালবাসার কূলকিনারাহীন দুখ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮০৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অসাধারণ কিছু শব্দের মিশেলে দারুণ একটি কবিতা।চমৎকার একটি ভাবনা র অবতারণা করেছেন কবিতা য়।কিন্তু কবিতা টিত বাস্তবতার ছোঁয়ার আভা দেখা যাচ্ছে।মন খারাপের কিছু নেই বন্ধু।সমানে এগিয়ে যাও।অদূরে তোমার আলোকিত ভবিষ্যৎ।ধন্যবাদ এবং শুভকামনা আপনার জন্য।
  • আরজু নাসরিন পনি ২৬/১০/২০১৩
    ইতিবাচকতা তাইতো বেঁচে থঅকে অজানা প্রতীক্ষায়...এই কথাটা দারুণ লাগলো ।
    কেন মেনে নিবেন দুখ...দুঃখকে ভুলে সুখেই থাকুন ।
    অনেক শুভেচ্ছা রইল কবি ।।
  • দীপঙ্কর বেরা ২৫/১০/২০১৩
    Besh valo
  • জহির রহমান ২৫/১০/২০১৩
    একটা চরম ভালো লাগা কবিতা লিখেছেন! অনেক অনেক শুভেচ্ছা কবির জন্য।
    • অভিজিৎ দাশগুপ্ত ২৫/১০/২০১৩
      অসংখ্য ধন্যবাদ জহিরদা.........
      • জহির রহমান ২৫/১০/২০১৩
        আপনাকেও ধন্যবাদ। এরকম আরো কবিতা আশা করি।
 
Quantcast