এই তো আছি
আজ কাল নীল ডায়েরি
অনুভবে ভরা উপন্যাস
জাজ্বল্যমান অতীত
চেনা মুখ অচেনা হয়ে।
আমি আর কি তোমাকে
খুব বিরক্ত করেছি!
তুমি কি বলতে পারো
সে কথা কি জানো?
আমি পাথরে দেখেছি কত ইতিহাস
মনের নীল খামে রেখে।
আমি তোমাকে দেখেছি অনুভবে
মিশিয়ে দিয়েছি প্রেম
উড়ো চিঠির মুখে মুখে।
ব্যথাকে মেনেছি হাসিমুখে
জলন্ত চোখে রেখা টেনে।
এই তো আছি আমি রোজ
দিন কে হত্যা করে
রক্ত কে নীল দিয়ে
আজো আছি তার নামে
স্মৃতি জমে হৃদয়ে।
সে যেনো আমার কাছে
কিছু বলে গেছে
চলে গেছে আজ তবু
মনে রয়ে গেছে।
তাকে আমি আজও
নতুন করে ভালোবেসে।।
২২/০৬/২১
অনুভবে ভরা উপন্যাস
জাজ্বল্যমান অতীত
চেনা মুখ অচেনা হয়ে।
আমি আর কি তোমাকে
খুব বিরক্ত করেছি!
তুমি কি বলতে পারো
সে কথা কি জানো?
আমি পাথরে দেখেছি কত ইতিহাস
মনের নীল খামে রেখে।
আমি তোমাকে দেখেছি অনুভবে
মিশিয়ে দিয়েছি প্রেম
উড়ো চিঠির মুখে মুখে।
ব্যথাকে মেনেছি হাসিমুখে
জলন্ত চোখে রেখা টেনে।
এই তো আছি আমি রোজ
দিন কে হত্যা করে
রক্ত কে নীল দিয়ে
আজো আছি তার নামে
স্মৃতি জমে হৃদয়ে।
সে যেনো আমার কাছে
কিছু বলে গেছে
চলে গেছে আজ তবু
মনে রয়ে গেছে।
তাকে আমি আজও
নতুন করে ভালোবেসে।।
২২/০৬/২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ২৬/১১/২০২৩ভালো লাগলো
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৫/১১/২০২৩অসাধারণ
-
সুসঙ্গ শাওন ২৫/১১/২০২৩সুন্দর প্রকাশ
-
বোরহানুল ইসলাম লিটন ২৫/১১/২০২৩অন্তর ছোঁয়া কথাকলি!
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৪/১১/২০২৩সুন্দর ব্যাখ্যা
-
ফয়জুল মহী ২২/১১/২০২৩অসাধারণ প্রকাশ