কখন
নীল ডায়েরির পাতা
আমার কালো রাত
লিখে দিয়ে গেছে।
আমি হারিয়ে হারিয়ে
পেয়েছি তো কিছু
স্মৃতির চাদরে মোড়া অতীত।
মনের খাতা ভরা উপন্যাস
শুধু বলে গেছে
বর্ষার ঝরে যাওয়া বৃষ্টি হয়ে।
আমি আজও জেগে থাকি
জোনাকিদের মুখের দিকে তাকিয়ে;
কখন!
যখন মরে গেছে অনুভব
মিছে হয়েছে বিস্ময়।
আর কি এই দিন আসে!
চলে গেছে দিন আমার
আষাঢ় এর আজ এই দিনে।
আমি চলে গেছি বহু দূরে
শহরের অজানা কোনো এক পথে,
মিশে গেছি একাকী হয়ে।
চলে গেছে দিন তবু
আমি রয়ে গেছি,
এসেছে নতুন যুগ
সে যুগে আমি নেই
আছে শুধু অন্য কেউ!!
কখন!আছি! নেই!!
২০/০৬/২১
আমার কালো রাত
লিখে দিয়ে গেছে।
আমি হারিয়ে হারিয়ে
পেয়েছি তো কিছু
স্মৃতির চাদরে মোড়া অতীত।
মনের খাতা ভরা উপন্যাস
শুধু বলে গেছে
বর্ষার ঝরে যাওয়া বৃষ্টি হয়ে।
আমি আজও জেগে থাকি
জোনাকিদের মুখের দিকে তাকিয়ে;
কখন!
যখন মরে গেছে অনুভব
মিছে হয়েছে বিস্ময়।
আর কি এই দিন আসে!
চলে গেছে দিন আমার
আষাঢ় এর আজ এই দিনে।
আমি চলে গেছি বহু দূরে
শহরের অজানা কোনো এক পথে,
মিশে গেছি একাকী হয়ে।
চলে গেছে দিন তবু
আমি রয়ে গেছি,
এসেছে নতুন যুগ
সে যুগে আমি নেই
আছে শুধু অন্য কেউ!!
কখন!আছি! নেই!!
২০/০৬/২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ২৬/১১/২০২৩
-
মাহতাব বাঙ্গালী ২২/১১/২০২৩থাকি বা না থাকি বাঁচি বা না বাঁচি
ডায়েরির কাব্যিক শব্দমালা বেঁচে
থাকবে আমার হয়েই - -
শঙ্খজিৎ ভট্টাচার্য ২১/১১/২০২৩অনন্যা
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ২১/১১/২০২৩🙏
-
আলমগীর সরকার লিটন ২১/১১/২০২৩সুন্দর
-
ফয়জুল মহী ১৮/১১/২০২৩অসাধারণ শব্দের মেলবন্ধন। চমৎকার উপস্থাপন। খুব ভালো লাগলো।
একটি মেঘের খাতা
যখন তখন
রক্তক্ষরণ
যাপিতকাল যা তা।।