আমি আছি
আমি আছি পৃথিবীর কোনো এক জীবনে
দূরে দূরে বহুদূরে অজানা কোনো পথের ধারে।
যখন বর্ষার জল ঝরে পড়ে ভুবনে
আমি চেয়ে থাকি নীল আকাশের দিকে।
ভেবে ভেবে মন আমার কাঁদে অনুভবে
কখনো জীবন গড়া পেন্সিলে
লিখে দেয় অতীত ইতিহাস
চোখকে অজানা রেখে।
আমি প্রকৃতি'কে ভালোবেসে
আছি আজও কবিতার কারাগারে-
দিবারাত্রি সেইখানে অতীত দেখি আয়নাতে
ছায়াঘেরা ঘন নীল রঙের দেশে।।
০৪/০৬/২০২১
দূরে দূরে বহুদূরে অজানা কোনো পথের ধারে।
যখন বর্ষার জল ঝরে পড়ে ভুবনে
আমি চেয়ে থাকি নীল আকাশের দিকে।
ভেবে ভেবে মন আমার কাঁদে অনুভবে
কখনো জীবন গড়া পেন্সিলে
লিখে দেয় অতীত ইতিহাস
চোখকে অজানা রেখে।
আমি প্রকৃতি'কে ভালোবেসে
আছি আজও কবিতার কারাগারে-
দিবারাত্রি সেইখানে অতীত দেখি আয়নাতে
ছায়াঘেরা ঘন নীল রঙের দেশে।।
০৪/০৬/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২৩/১০/২০২৩অনিন্দ্য সুন্দর রচিলেন
-
সুসঙ্গ শাওন ২১/১০/২০২৩সুন্দর লিখেছেন
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২১/১০/২০২৩চমৎকার
-
ফয়জুল মহী ২০/১০/২০২৩খুবই চমৎকার লিখেছেন
-
বোরহানুল ইসলাম লিটন ১৯/১০/২০২৩অনন্য!