অনুভূতি
আমি স্বপ্ন আঁকি পৃথিবীর চোখে চোখে
মেঘে মেঘে যখন দ্বন্দ্ব বাঁধে;
আমি জরাজীর্ণ ঝরা পাতাকে সঙ্গী ভাবি
রাতের তারা নিভে গেলে।
আমি নীল ডায়েরির পাতায় কবিতা লিখি
পাহাড়ের চূড়াকে হাতের মুঠোয় রেখে।
মেঘে মেঘে যখন দ্বন্দ্ব বাঁধে;
আমি জরাজীর্ণ ঝরা পাতাকে সঙ্গী ভাবি
রাতের তারা নিভে গেলে।
আমি নীল ডায়েরির পাতায় কবিতা লিখি
পাহাড়ের চূড়াকে হাতের মুঠোয় রেখে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ১২/১০/২০২৩বেশ অনুভূতিকর
-
ফয়জুল মহী ১১/১০/২০২৩অসাধারণ লিখেছেন শ্রদ্ধেয় গুণীজন।
-
কাজী জুবেরী মোস্তাক ১১/১০/২০২৩দারুণ একটা কবিতা পড়লাম
-
মাহতাব বাঙ্গালী ১১/১০/২০২৩কবিতাই কবির জীবনবোধের মূল নিয়ামক। পাঠে ভালো লেগেছে। সুস্থ থাকবেন প্রিয়কবি