ভালোবাসা
চোখেতে আজ ভালোবাসা
পৃথিবীর বিরহের কবিতায়।
মনেতে স্বপ্ন আশা
ভোরের ঘাসে শিশির কণা।
আমি জীবনে বাঁচার ছাড়পত্র পেয়েছি
ভালোবাসার কাছে হেরে গিয়ে।
শহরের রাজপথ হতে
গ্রামের কাদাভরা মেঠো রাস্তায়
খুঁজেছি আমি ভালোবাসার মানে।
আমি সাহস করে ছবি আঁকি
মিষ্টি রোদে দুপুর বেলা।
আমি প্রেম জমায় মেঘে মেঘে
তারার দেশে অন্ধকারে।
ভালোবাসা জানে ভালোবাসার মানে
দূর প্রান্তরের নিভে যাওয়া প্রদীপে।
বৃষ্টি ঝরে বাতাস এসে
মন কাঁদে হা-হুতাশে
এই দিন তবু নাহি আসে।।
৩১/০৫/২১
পৃথিবীর বিরহের কবিতায়।
মনেতে স্বপ্ন আশা
ভোরের ঘাসে শিশির কণা।
আমি জীবনে বাঁচার ছাড়পত্র পেয়েছি
ভালোবাসার কাছে হেরে গিয়ে।
শহরের রাজপথ হতে
গ্রামের কাদাভরা মেঠো রাস্তায়
খুঁজেছি আমি ভালোবাসার মানে।
আমি সাহস করে ছবি আঁকি
মিষ্টি রোদে দুপুর বেলা।
আমি প্রেম জমায় মেঘে মেঘে
তারার দেশে অন্ধকারে।
ভালোবাসা জানে ভালোবাসার মানে
দূর প্রান্তরের নিভে যাওয়া প্রদীপে।
বৃষ্টি ঝরে বাতাস এসে
মন কাঁদে হা-হুতাশে
এই দিন তবু নাহি আসে।।
৩১/০৫/২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৪/১০/২০২৩অসাধারণ
-
ফয়জুল মহী ০৪/১০/২০২৩অসাধারণ প্রকাশ। শুভেচ্ছা অন্তহীন।
-
বোরহানুল ইসলাম লিটন ০৪/১০/২০২৩অতি সুন্দর কবিতাটি!
-
আব্দুর রহমান আনসারী ০৩/১০/২০২৩ভালো