জীবন্ত পালক
নীল সমুদ্রের দিকে তাকিয়ে
ডাক পাড়ে কুকুরের দল
বাতাসের কানে কানে।
দীর্ঘ জীবনের শুকনো পাতা
জীবন্ত পালকের রহস্য দৃশ্য চোখে
মৃত্যু শয্যায় শায়িত মৃতদেহ
কফিনের বিদ্যুৎ ঘেরা কাঁটাতারে।
অভিনয়ে জড়িত মায়াগুলো
কেঁদে ওঠে বৃষ্টির জলে,
কানায় কানায় পরিপূর্ণ স্বপ্ন
প্রদীপের নিভে যাওয়া সলতে'তে।
কোনো এক উদাসীন রাতে
জীবন্ত পালক লিখেছিল জীবন
তারার দেশে মেঘ জমে গেলে;
নিভে যেতো সমস্ত আলো
অন্ধকার ছুঁটে আসতো জীবনে
বিষাক্ত রক্তমাখা হাত নিয়ে।
হৃদয়ের কোনো এক খামে
জমিয়ে রাখা জোনাকি পোকাগুলো
যা আজ আলো দিয়ে
জীবন্ত পালকের মুখে মুখে
জীবন দিলো নবরূপে।।
২৩/০৫/২১
ডাক পাড়ে কুকুরের দল
বাতাসের কানে কানে।
দীর্ঘ জীবনের শুকনো পাতা
জীবন্ত পালকের রহস্য দৃশ্য চোখে
মৃত্যু শয্যায় শায়িত মৃতদেহ
কফিনের বিদ্যুৎ ঘেরা কাঁটাতারে।
অভিনয়ে জড়িত মায়াগুলো
কেঁদে ওঠে বৃষ্টির জলে,
কানায় কানায় পরিপূর্ণ স্বপ্ন
প্রদীপের নিভে যাওয়া সলতে'তে।
কোনো এক উদাসীন রাতে
জীবন্ত পালক লিখেছিল জীবন
তারার দেশে মেঘ জমে গেলে;
নিভে যেতো সমস্ত আলো
অন্ধকার ছুঁটে আসতো জীবনে
বিষাক্ত রক্তমাখা হাত নিয়ে।
হৃদয়ের কোনো এক খামে
জমিয়ে রাখা জোনাকি পোকাগুলো
যা আজ আলো দিয়ে
জীবন্ত পালকের মুখে মুখে
জীবন দিলো নবরূপে।।
২৩/০৫/২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ১৩/১০/২০২৩🌹
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৮/০৮/২০২৩সুন্দর একটি কবিতা পড়লাম। শুভেচ্ছা অবিরাম।
-
বোরহানুল ইসলাম লিটন ২৮/০৮/২০২৩অনেক সুন্দর কবিতাটি!
-
আলমগীর সরকার লিটন ২৭/০৮/২০২৩সুন্দর
-
আব্দুর রহমান আনসারী ২৬/০৮/২০২৩অতুলনীয়
-
ফয়জুল মহী ২৫/০৮/২০২৩চমৎকার লিখেছেন