কবিতায় কি লিখি তোমাই
কি লিখি কবিতায় তোমাই
মন বলেনা লিখতে কিছু
শুধু মরি আমি সাহিত্যর ভাষাতে
মন বলেনা তোমারে দেখতে
তবু কেন চোখের কোণে জল ঝরে।
আজ এক নাম না জানা কোনো এক কবিতা
খুঁজতে চাই তোমারি হৃদয়
তোমার মনের সঙ্গি হয়ে
ডুব দেবো প্রেমের সাগরে।
আকাশ যখন তোমার চোখে
ভালোবাসা তখন তারার দেশে
মেঘ হয়ে জমে থাকা রাগ
বৃষ্টি এসে ঝরিয়ে দেয় অনুভব।
তোমারে না পাওয়ায় বাসনা
তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেয় আমারে
বিস্ময়ের এক উদাসীন রাতে
কষ্টের ঝোড়ো বাতাস
প্রশ্ন লিখে যায় আমার কাছে;
জেগে আছে শুধু কবিতার পাতা
উত্তর দিয়ে যায় কিছু ভালোবাসাতে।
নিভে যাওয়া কত আলো
টেনে দেয় অন্ধকারের রেখা,
নিরাশার বেদনার স্রোত
জীবনকে নিয়ে যায় কেড়ে।।
মন বলেনা লিখতে কিছু
শুধু মরি আমি সাহিত্যর ভাষাতে
মন বলেনা তোমারে দেখতে
তবু কেন চোখের কোণে জল ঝরে।
আজ এক নাম না জানা কোনো এক কবিতা
খুঁজতে চাই তোমারি হৃদয়
তোমার মনের সঙ্গি হয়ে
ডুব দেবো প্রেমের সাগরে।
আকাশ যখন তোমার চোখে
ভালোবাসা তখন তারার দেশে
মেঘ হয়ে জমে থাকা রাগ
বৃষ্টি এসে ঝরিয়ে দেয় অনুভব।
তোমারে না পাওয়ায় বাসনা
তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেয় আমারে
বিস্ময়ের এক উদাসীন রাতে
কষ্টের ঝোড়ো বাতাস
প্রশ্ন লিখে যায় আমার কাছে;
জেগে আছে শুধু কবিতার পাতা
উত্তর দিয়ে যায় কিছু ভালোবাসাতে।
নিভে যাওয়া কত আলো
টেনে দেয় অন্ধকারের রেখা,
নিরাশার বেদনার স্রোত
জীবনকে নিয়ে যায় কেড়ে।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ১৫/১১/২০২৩খুব ভালো লাগলো!
-
আব্দুর রহমান আনসারী ০৯/০৯/২০২৩অতীব চমৎকার
-
ফয়জুল মহী ২৮/০৬/২০২৩চমৎকার শব্দচয়নে অপূর্ব রচনাশৈলী
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৬/০৬/২০২৩সুন্দর নিবেদন