স্বপ্নের সীমানায়
রাত যখন গভীর
চারিদিকে ঘন কালো অন্ধকার
ঠিক সেই মুহূর্তে স্বপ্নের সীমানায়
কারা যেনো এসে পড়েছে
আমি বিস্ময়ে হতভম্ব!
একদৃষ্টিতে তাকিয়ে তাদের দিকে
মুখে চোখে রাত জাগার অদ্ভুত চিহ্ন
তাদের চোখ থেকে আমার দিকে এগিয়ে আসছে,
দূরে প্রান্তরে গিয়ে আমি থেমেছি।
ভোরের আলো আসতেই বুঝতে পারলাম
সারা রাত খনিতে কাজ করে এমন দশা তাদের;
এরা হতদরিদ্র সাধারণ মানুষ
তাদের নেই তো কোনো দাবি দাওয়া
নেই তো কোনো থাকার জায়গা
তাই তারা মনকে সান্ত্বনা দেওয়ার জন্য
স্বপ্নের সীমানায় এসে রয়েছে।
শোষনের রক্ত চক্ষু
তাদের বুকের রক্ত চুষে নিয়েছে
পড়ে আছে 'শূন্য' হৃদয়
হয়তো এভাবেই তারা একদিন
চলে যাবে আসল স্বপ্নের সীমানায়।।
১৭/০৫/২০২১
চারিদিকে ঘন কালো অন্ধকার
ঠিক সেই মুহূর্তে স্বপ্নের সীমানায়
কারা যেনো এসে পড়েছে
আমি বিস্ময়ে হতভম্ব!
একদৃষ্টিতে তাকিয়ে তাদের দিকে
মুখে চোখে রাত জাগার অদ্ভুত চিহ্ন
তাদের চোখ থেকে আমার দিকে এগিয়ে আসছে,
দূরে প্রান্তরে গিয়ে আমি থেমেছি।
ভোরের আলো আসতেই বুঝতে পারলাম
সারা রাত খনিতে কাজ করে এমন দশা তাদের;
এরা হতদরিদ্র সাধারণ মানুষ
তাদের নেই তো কোনো দাবি দাওয়া
নেই তো কোনো থাকার জায়গা
তাই তারা মনকে সান্ত্বনা দেওয়ার জন্য
স্বপ্নের সীমানায় এসে রয়েছে।
শোষনের রক্ত চক্ষু
তাদের বুকের রক্ত চুষে নিয়েছে
পড়ে আছে 'শূন্য' হৃদয়
হয়তো এভাবেই তারা একদিন
চলে যাবে আসল স্বপ্নের সীমানায়।।
১৭/০৫/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২০/০৭/২০২৩অতীব চমৎকার
-
আমি-তারেক ০৮/০৫/২০২৩Bah - besh sundor prokash moner vabnar
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৭/০৪/২০২৩বেশ ভাল লাগল
-
শুভজিৎ বিশ্বাস ১৭/০৪/২০২৩বেশ ভালো লাগলো।
-
ফয়জুল মহী ১৬/০৪/২০২৩মনোমুগ্ধকর ভাবনার প্রকাশ করছেন কবি