অজান্তে
অজান্তে
- অভিজিৎ হালদার
দিনকাল চুপচাপ
কিচিরমিচির নিশিরাত
হাব ভাব জানি না
লিখি তবু থামি না
ভাবি তবু বলি না
আসি তবু দেখি না।
বেলা গেছে চুপিসারে
কিছু কথা রয়ে গেছে
মনের অজান্তে আজও
উড়ো চিঠি হয়ে;
কালের আঁধারে জমানো কথা
লিখে দিয়েছি হৃদয়ের ব্যথা
প্রশ্ন হয়ে ঝরানো পাতা
চোখের কোণে... একটু ভালোবাসা
দিনের শেষে তাকে চাওয়া
অভিমানের রত্নজবা
সুপ্রসিদ্ধ হয়ে রয়ে যাওয়া
বেঁচে থাকা হৃদয়বিদারক এ।
খুব জানতে ইচ্ছা করে?
কী আছে মনের ঘরে!
অন্ধের দেশে চশমা কিনে
কী হবে চলার পথে;
ভুল তবু ঠিক না
চাওয়া কিন্তু আশা না
কেউ আর নয়তো জানলো
নীল চোখের কাজলকালো চাহনীতে।।
- অভিজিৎ হালদার
দিনকাল চুপচাপ
কিচিরমিচির নিশিরাত
হাব ভাব জানি না
লিখি তবু থামি না
ভাবি তবু বলি না
আসি তবু দেখি না।
বেলা গেছে চুপিসারে
কিছু কথা রয়ে গেছে
মনের অজান্তে আজও
উড়ো চিঠি হয়ে;
কালের আঁধারে জমানো কথা
লিখে দিয়েছি হৃদয়ের ব্যথা
প্রশ্ন হয়ে ঝরানো পাতা
চোখের কোণে... একটু ভালোবাসা
দিনের শেষে তাকে চাওয়া
অভিমানের রত্নজবা
সুপ্রসিদ্ধ হয়ে রয়ে যাওয়া
বেঁচে থাকা হৃদয়বিদারক এ।
খুব জানতে ইচ্ছা করে?
কী আছে মনের ঘরে!
অন্ধের দেশে চশমা কিনে
কী হবে চলার পথে;
ভুল তবু ঠিক না
চাওয়া কিন্তু আশা না
কেউ আর নয়তো জানলো
নীল চোখের কাজলকালো চাহনীতে।।
ভালো লাগলো