অনুভব
আজ আমি ভালো আছি
নিজেকে ভালোবেসে।
যা পেয়েছি...,সে তো চাওয়ার নয়!
প্রান্তরে প্রান্তরে প্রেম ভালোবাসা রয়েছে;
বিরহ আছে না কি?
নক্ষত্রের কাছে জ্বলিত রাত
তবুও তো মুছে দিতে পারে- অন্ধকার।
দিন দিন পৃথিবীতে আসে কত রাত
সময়ের হাত ধরে দেখছি কেবলি:
তবুও অনুভব
মেঘের মুখোমুখি হতে, নীল সমুদ্র
সবই দেখেছি জীবনে।
আছে না কি কোনো রাত
যে রাতে আমি জেগে নেই!
অক্ষরে অক্ষরে জেনেছি সবই
কত পাহাড় উঠলো মাথা তুলে
বৃষ্টি এসে ভাসিয়ে দিলও কত বাড়ি
সবই আজ অতীতে ঠেকে গেছে।
ঢের বেশী প্রিয় সবই -
অগ্রসর হতে হতে কখনো গেছি
দূর থেকে বহু দূরে।
বাতাসের প্রাণে প্রাণে
ফিরেও তাকাতে চাইনি কখনো
ফাগুনের আদিকাল।
শব্দেরা অভিমানে আশঙ্কা
ব্যথা ভরা নিরাশার স্রোত
কখনো ছুঁয়ে যেতে পারে মৃত্যু।
কেবলি অনুভব- সব- সব
হতাশা জীবন করে 'শূন্য'
মরণ কে দেবার মতো- কী আছে পুণ্য।
নীলাভ রোদ্দুর শিশির ভেদ করে আসে,
সবই তো মৃত্যুর আয়োজন
বাকী আছে কী?
তবুও কোথাও ভয় নেই-
কখনো মন জেগে আছে
"তারার দেশে অন্ধকার"
প্রথম উপন্যাসে।।
পেয়েছি জীবন , এতটুকুও কেউ পাই!
ছায়াঘেরা পথে পথে
জীবন বাড়ুক জীবনে।
জীবনে আলোর পথ
হবে একদিন পূর্ণ
তেপান্তরের কাব্যে।
উদাসীন ভাবনার কাছে
গানের সুরটাই ভুল
বিকেলের পরিপূর্ণতাই
রয়ে যাবে বিবেকের দংশন।।
১৪/০৫/২১
নিজেকে ভালোবেসে।
যা পেয়েছি...,সে তো চাওয়ার নয়!
প্রান্তরে প্রান্তরে প্রেম ভালোবাসা রয়েছে;
বিরহ আছে না কি?
নক্ষত্রের কাছে জ্বলিত রাত
তবুও তো মুছে দিতে পারে- অন্ধকার।
দিন দিন পৃথিবীতে আসে কত রাত
সময়ের হাত ধরে দেখছি কেবলি:
তবুও অনুভব
মেঘের মুখোমুখি হতে, নীল সমুদ্র
সবই দেখেছি জীবনে।
আছে না কি কোনো রাত
যে রাতে আমি জেগে নেই!
অক্ষরে অক্ষরে জেনেছি সবই
কত পাহাড় উঠলো মাথা তুলে
বৃষ্টি এসে ভাসিয়ে দিলও কত বাড়ি
সবই আজ অতীতে ঠেকে গেছে।
ঢের বেশী প্রিয় সবই -
অগ্রসর হতে হতে কখনো গেছি
দূর থেকে বহু দূরে।
বাতাসের প্রাণে প্রাণে
ফিরেও তাকাতে চাইনি কখনো
ফাগুনের আদিকাল।
শব্দেরা অভিমানে আশঙ্কা
ব্যথা ভরা নিরাশার স্রোত
কখনো ছুঁয়ে যেতে পারে মৃত্যু।
কেবলি অনুভব- সব- সব
হতাশা জীবন করে 'শূন্য'
মরণ কে দেবার মতো- কী আছে পুণ্য।
নীলাভ রোদ্দুর শিশির ভেদ করে আসে,
সবই তো মৃত্যুর আয়োজন
বাকী আছে কী?
তবুও কোথাও ভয় নেই-
কখনো মন জেগে আছে
"তারার দেশে অন্ধকার"
প্রথম উপন্যাসে।।
পেয়েছি জীবন , এতটুকুও কেউ পাই!
ছায়াঘেরা পথে পথে
জীবন বাড়ুক জীবনে।
জীবনে আলোর পথ
হবে একদিন পূর্ণ
তেপান্তরের কাব্যে।
উদাসীন ভাবনার কাছে
গানের সুরটাই ভুল
বিকেলের পরিপূর্ণতাই
রয়ে যাবে বিবেকের দংশন।।
১৪/০৫/২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১৮/০৭/২০২৩সুন্দর ভাবনা
-
ফয়জুল মহী ২৪/০৩/২০২৩মনোহর কথাকলি দিয়ে সাজানো গুছানো নিপুণ বুনন কবি।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৩/০৩/২০২৩অনবদ্য অনুভূতি
-
মাহতাব বাঙ্গালী ২৩/০৩/২০২৩Today I'm good because I'm in love with myself; wonderful to read your introspective love theme; thanks dear poet for sharing the poem
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৩/০৩/২০২৩সুন্দর অনুভব।