একটি কবিতা
পূণ্য হোক হৃদয়ের মনস্কাম
নিভে যাক নিরাশার অন্ধকার
জ্বলে উঠুক আশার আলো
জীবনের কোনো এক পাতায়।
ফাগুন ভরা জ্যোৎস্না রাত
নীরব আঘাত কথা বলে
নীল সমুদ্রের ঢেউয়ের রাশিতে;-
কবিতাই সকল চাওয়া পাওয়া
একটু খানি জীবনের ছোঁয়া
মরে গিয়েও বেঁচে থাকা।
আজ দিবারাত্র আকাশের কোণে
মেঘে মেঘে ঝড় উঠেছে
চারিদিক অথই অন্ধকার।
দূর সীমানা পেরিয়ে ভাগ্যের অদৃষ্টলিপি
ডানা মেলে উড়ে বেড়াচ্ছে
অনায়াসে লিখছে জীবনের জয়গান।
আমার কবিতা ভরা সকল খাতা
শিরোনামের প্রথম পাতায় পাতায়:-
সমুদ্রে আজ আমি নাবিক
প্রান্তরে সাহসী আমি অনাবিল।
একটি কবিতা , বাকীগুলো সবুজ দ্বীপ
আজ নয়তো হোক অন্তিম কবিতা!
অপূর্ণ থাকুক না সকল কবিতা
পূর্ণ হবে একটি কবিতা।
সুদূর হিমালয় হতে নেমে এসেছে
সুপ্রসিদ্ধ একটি কবিতা, নীল খামে
যা আজ আমার হাতে
তুলে রেখেছি যত্নে।।
০৯/০৫/২১
নিভে যাক নিরাশার অন্ধকার
জ্বলে উঠুক আশার আলো
জীবনের কোনো এক পাতায়।
ফাগুন ভরা জ্যোৎস্না রাত
নীরব আঘাত কথা বলে
নীল সমুদ্রের ঢেউয়ের রাশিতে;-
কবিতাই সকল চাওয়া পাওয়া
একটু খানি জীবনের ছোঁয়া
মরে গিয়েও বেঁচে থাকা।
আজ দিবারাত্র আকাশের কোণে
মেঘে মেঘে ঝড় উঠেছে
চারিদিক অথই অন্ধকার।
দূর সীমানা পেরিয়ে ভাগ্যের অদৃষ্টলিপি
ডানা মেলে উড়ে বেড়াচ্ছে
অনায়াসে লিখছে জীবনের জয়গান।
আমার কবিতা ভরা সকল খাতা
শিরোনামের প্রথম পাতায় পাতায়:-
সমুদ্রে আজ আমি নাবিক
প্রান্তরে সাহসী আমি অনাবিল।
একটি কবিতা , বাকীগুলো সবুজ দ্বীপ
আজ নয়তো হোক অন্তিম কবিতা!
অপূর্ণ থাকুক না সকল কবিতা
পূর্ণ হবে একটি কবিতা।
সুদূর হিমালয় হতে নেমে এসেছে
সুপ্রসিদ্ধ একটি কবিতা, নীল খামে
যা আজ আমার হাতে
তুলে রেখেছি যত্নে।।
০৯/০৫/২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিধান চন্দ্র ধর ০১/০৩/২০২৩ভালো হয়েছে
-
ফয়জুল মহী ২৮/০২/২০২৩বাহ চমৎকার বহিঃপ্রকাশ