ইচ্ছা পূরণ
ইচ্ছা পূরণ
- অভিজিৎ হালদার
দূরে ওই নৌকার পালে
মাছরাঙা পাখটি হাসিমুখে
দূর সীমানার দিকে তাকিয়ে আছে
এক পশলা বৃষ্টির আশায়।
গ্রীষ্মের প্রখর তাপে চাতক পাখি
ডুব দেয় দিঘির জলে,
প্রকৃতি দু-নয়নে স্বপ্ননীল
বাতাসেরা ঘোরাঘুরি করে
এক প্রান্ত থেকে অন্য প্রান্তে
উড়িয়ে নিয়ে যায় খড়কুঠো।
ইচ্ছা পূরণের নতুন পাতায়
লেখা হয় অতীত কথা
বিরহ কলমের কালি দিয়ে,
অতিতপ্ত নির্ঝর দুপুর
ঝরে পড়ে বর্ষার পানিতে
অতলে তলিয়ে যায় গহীন স্মৃতিঘরে।
ইচ্ছা পূরণের নীল ঘুড়ি
উড়ে যায় স্বাধীন আকাশে
মেঘের ভিড়ে ব্যস্ত আকাশ
থাকুক না আগে পাছে।
মাটিতে মাটিতে স্বপ্ন ভরা
রক্ত দিয়ে আঁকা আলপনা
ইচ্ছা পূরণ করে রঙের পাতা
দূর প্রান্তরের সবুজ ঘাসে।
হয়তো সব বাঁচার কবিতা
নয়তো জীবনের;
জানতে হয় মনের সিন্ধু
চন্দন-পলাশের বনে বনে
লেখা আছে জীবনের ভাগ্য
ঝরে পড়া ফাগুনের ফুলে।।
০৬/০৫/২১
- অভিজিৎ হালদার
দূরে ওই নৌকার পালে
মাছরাঙা পাখটি হাসিমুখে
দূর সীমানার দিকে তাকিয়ে আছে
এক পশলা বৃষ্টির আশায়।
গ্রীষ্মের প্রখর তাপে চাতক পাখি
ডুব দেয় দিঘির জলে,
প্রকৃতি দু-নয়নে স্বপ্ননীল
বাতাসেরা ঘোরাঘুরি করে
এক প্রান্ত থেকে অন্য প্রান্তে
উড়িয়ে নিয়ে যায় খড়কুঠো।
ইচ্ছা পূরণের নতুন পাতায়
লেখা হয় অতীত কথা
বিরহ কলমের কালি দিয়ে,
অতিতপ্ত নির্ঝর দুপুর
ঝরে পড়ে বর্ষার পানিতে
অতলে তলিয়ে যায় গহীন স্মৃতিঘরে।
ইচ্ছা পূরণের নীল ঘুড়ি
উড়ে যায় স্বাধীন আকাশে
মেঘের ভিড়ে ব্যস্ত আকাশ
থাকুক না আগে পাছে।
মাটিতে মাটিতে স্বপ্ন ভরা
রক্ত দিয়ে আঁকা আলপনা
ইচ্ছা পূরণ করে রঙের পাতা
দূর প্রান্তরের সবুজ ঘাসে।
হয়তো সব বাঁচার কবিতা
নয়তো জীবনের;
জানতে হয় মনের সিন্ধু
চন্দন-পলাশের বনে বনে
লেখা আছে জীবনের ভাগ্য
ঝরে পড়া ফাগুনের ফুলে।।
০৬/০৫/২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৭/০২/২০২৩সুন্দর প্রকাশ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৭/০২/২০২৩বেশ।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৭/০২/২০২৩অনবদ্য
-
ফয়জুল মহী ১৬/০২/২০২৩চমৎকার বুনন প্রিয় ।