www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রঙহীন জীবন

মনের ঘরে দূর সীমানা
রঙহীন বাতাসের আনাগোনা
উল্টালে হৃদয়ের পাতা
স্মৃতি হয়ে দেয় দেখা।


রঙহীন জীবনটাকে
লেখা হয় সময়ের হাতে
দিনে দিনে প্রতিদিনে
থাকে আশা মনের কাছে।


চোখের কালিতে লেখা অতীত জীবন
পরে রয় ডায়েরির শেষ পাতায়,
অজানা কোনো এক উপন্যাসে,এই জীবন
মিলে যায় ডায়েরির শেষ পাতাতে।


নীল খামেতে লেখা অতীত চিঠি
জাগিয়ে দেয় মনের কথা,
কোনো এক গাঙচিল - বিকাল বেলা
পেয়ে ছিলো সঙ্গীর দেখা।


স্বপ্ন রাঙানো পথের বাঁকে
রঙহীন সন্ধ্যা সাজে প্রদীপ শিখা
ঘুচিয়ে দেয় অন্ধকারের দেখা
নতুন দিনের বাঁচার আশায়।


রঙহীন জীবনে থাকে কত নতুন আশা
সব আশা পূরণ হতে লাগে
হাজার হাজার নতুন বইয়ের পাতা,
ততদিন বাঁচতে গিয়ে থমকে যায় অংকের পাতা।


কোনো এক অজানা দেশে
আছে চাবি হৃদয়ের পাতার
সেই চাবি পেতে গেলে
জীবন হয় মৃত পাহাড়।


রঙহীন জীবনে সাদা পাতা অন্ধকার
ভোরের তিক্ত শিশির ভেজা ঘাসে
দেখা যায় গহীন বালুচর
হৃদয়ের মরুভূমিতে জমা রয়।।


০৫/০৫/২১
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৮৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০২/২০২৩

মন্তব্যসমূহ

  • ফয়জুল মহী ০৫/০২/২০২৩
    খুবই সুন্দর উপস্থাপন
    মুগ্ধ হলাম
    • অভিজিৎ হালদার ২৮/০২/২০২৩
      অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য আমি খুবই আপ্লুত।
 
Quantcast