উলট পালট
উলট পালট
- অভিজিৎ হালদার
ঠিকঠাক ভুল ভাল
লিখি আমি রোজ রাত
আনচান বুকের পাশ
নিশিরাত চুপচাপ।
আজ কাল দিন রাত
বই খানি পরে রয়
হাত নেই পা আছে
তুলবো আমি কী দিয়ে!
রং আছে তুলি নেই
ছবি আছে পেপার নেই
বলতে গেলে থেমে যায়
লিখতে গিয়ে ভরে যায়।
ঠিকঠাক ভুল ভাল
দিন রাত চলে যায়,
শুনশান সবুজ পথ
চাঁদ নেই আকাশেতে
খসে গেছে তারা
এই দিন ওই রাত।
রাতের নেই ঘুম
চোখ তবু নিঝুম
কলম আর কালি
গড়ে জীবন জানি।
গুড়িগুড়ি পড়ে বৃষ্টি
শিল তো তারই সৃষ্টি,
শনশন বাতাস বয়
নিভে যায় কালো রাত।।
২৩/০৫/২১
- অভিজিৎ হালদার
ঠিকঠাক ভুল ভাল
লিখি আমি রোজ রাত
আনচান বুকের পাশ
নিশিরাত চুপচাপ।
আজ কাল দিন রাত
বই খানি পরে রয়
হাত নেই পা আছে
তুলবো আমি কী দিয়ে!
রং আছে তুলি নেই
ছবি আছে পেপার নেই
বলতে গেলে থেমে যায়
লিখতে গিয়ে ভরে যায়।
ঠিকঠাক ভুল ভাল
দিন রাত চলে যায়,
শুনশান সবুজ পথ
চাঁদ নেই আকাশেতে
খসে গেছে তারা
এই দিন ওই রাত।
রাতের নেই ঘুম
চোখ তবু নিঝুম
কলম আর কালি
গড়ে জীবন জানি।
গুড়িগুড়ি পড়ে বৃষ্টি
শিল তো তারই সৃষ্টি,
শনশন বাতাস বয়
নিভে যায় কালো রাত।।
২৩/০৫/২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ১৪/০১/২০২৩অসাধারণ অভিব্যক্তি
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৩/০১/২০২৩দারুণ
-
বোরহানুল ইসলাম লিটন ১৩/০১/২০২৩সুন্দর লেখা!
-
তাবেরী ১২/০১/২০২৩সুন্দর
-
ফয়জুল মহী ১২/০১/২০২৩Excellent
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১২/০১/২০২৩নাইস