একান্ত জীবন
নিষ্ফল গ্রীষ্মের দুপুর
একান্ত মনে বসে আছি
চোখেতে গনগন করে
আগুনের শিখা জ্বলছে।
স্মৃতির অর্বাচীনের পাতায়
বেদনার শিশির বিন্দু
ধীরে ধীরে শুকিয়ে
বিষের রেণুতে পরিণত হয়েছে।
আমি অর্ণব এ ডুব দিয়ে
খুঁজতে চাই মুক্তমালা!
অপরাজিতা ফুলের পাপড়িতে
রয়ে যায় শেষ বিকেলের
অপেক্ষার একমুঠো রোদ্দুর
আমার একান্ত জীবনের আড়ালে।
জীবনের অহর্নিশ এ
মেঘ জমে জমে একদিন
সাদা মেঘেতে পরিণত হয়েছে,
চোখেতে শ্রাবণ ধারায় বৃষ্টি
ক্ষণে ক্ষণে ভাসিয়ে দিচ্ছে
দূর সীমানার নদীনালা কে
বনানী ঘেরা সবুজ প্রান্তরে
ঘাসের ডগায় ধূলোর রব,
অঝোরে ঝরে যাচ্ছে
শীতল হাওয়ার পালক।
একান্ত জীবনের শেষ চিঠি
নীল ডায়েরির শেষ পাতায়
মরুভূমির বালিতে আঁকা
আমার জীবনের পট্ ।।
২৪/০৪/২০২১
একান্ত মনে বসে আছি
চোখেতে গনগন করে
আগুনের শিখা জ্বলছে।
স্মৃতির অর্বাচীনের পাতায়
বেদনার শিশির বিন্দু
ধীরে ধীরে শুকিয়ে
বিষের রেণুতে পরিণত হয়েছে।
আমি অর্ণব এ ডুব দিয়ে
খুঁজতে চাই মুক্তমালা!
অপরাজিতা ফুলের পাপড়িতে
রয়ে যায় শেষ বিকেলের
অপেক্ষার একমুঠো রোদ্দুর
আমার একান্ত জীবনের আড়ালে।
জীবনের অহর্নিশ এ
মেঘ জমে জমে একদিন
সাদা মেঘেতে পরিণত হয়েছে,
চোখেতে শ্রাবণ ধারায় বৃষ্টি
ক্ষণে ক্ষণে ভাসিয়ে দিচ্ছে
দূর সীমানার নদীনালা কে
বনানী ঘেরা সবুজ প্রান্তরে
ঘাসের ডগায় ধূলোর রব,
অঝোরে ঝরে যাচ্ছে
শীতল হাওয়ার পালক।
একান্ত জীবনের শেষ চিঠি
নীল ডায়েরির শেষ পাতায়
মরুভূমির বালিতে আঁকা
আমার জীবনের পট্ ।।
২৪/০৪/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অপূর্ব দেব ০৫/০১/২০২৩দারুণ
-
বোরহানুল ইসলাম লিটন ১০/১২/২০২২বেশ!
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৯/১২/২০২২চমৎকার
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৯/১২/২০২২চমৎকার
-
ফয়জুল মহী ০৯/১২/২০২২অসাধারণ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৮/১২/২০২২দারুন