শুধু তোমারই জন্য
তুমি আছো তাই
দিবারাতে বাতাস বয়ে যায়
সাগরে হারায় নদী
গভীর বালূচরে।
এই পৃথিবীর বড়োই অসুখ
তোমারে কেমনে বাঁচাই
অন্তরের পোড়া ছাই এ
শুধুই বিরহ ভরা।
তুমি আছো তাই
লেখার ভাষা পাই
যাযাবর হারাই মরুতে,
আমি হারায় তবু, তোমার
চোখের অতল আঁধারে।
শুধু তোমারই জন্য
পৃথিবীতে বেঁচে থাকা,
সবুজ মাঠ প্রান্তর
আকাশ বাতাস মরু
শুধু তোমারই জন্য।
তুমি হাসো তাই
প্রেম খুঁজে পায়
ফাগুনে ফোটে ফুল
গোলাম রজনীগন্ধায়।
তুমি কাঁদলে ঝড়ে বৃষ্টি
সকাল সন্ধ্যা দিবারাতে,
ধূলোর ঢিবিতে লেখা
তোমারই নাম আজও
রয়ে যায় হৃদয়ের পাতায়।
এ পৃথিবী বড়োই নিষ্ঠুর
দেখতে দেয়না তোমারে
কেমনে বাঁধবো ঘর
দূর সীমানার কুঁড়ে ঘরে।
শুধু তোমারই জন্য
প্রকৃতির বেদনার ভাষা
খুঁজে পায় কলমে তে,
কখনও মিষ্টি হেসে
বলোনি তো আমারে
প্রান্তরে প্রান্তরে প্রেমের পরশ
রয়ে যায় স্মৃতি হয়ে
ডায়রির শেষ পাতায়।
দিবারাতে বাতাস বয়ে যায়
সাগরে হারায় নদী
গভীর বালূচরে।
এই পৃথিবীর বড়োই অসুখ
তোমারে কেমনে বাঁচাই
অন্তরের পোড়া ছাই এ
শুধুই বিরহ ভরা।
তুমি আছো তাই
লেখার ভাষা পাই
যাযাবর হারাই মরুতে,
আমি হারায় তবু, তোমার
চোখের অতল আঁধারে।
শুধু তোমারই জন্য
পৃথিবীতে বেঁচে থাকা,
সবুজ মাঠ প্রান্তর
আকাশ বাতাস মরু
শুধু তোমারই জন্য।
তুমি হাসো তাই
প্রেম খুঁজে পায়
ফাগুনে ফোটে ফুল
গোলাম রজনীগন্ধায়।
তুমি কাঁদলে ঝড়ে বৃষ্টি
সকাল সন্ধ্যা দিবারাতে,
ধূলোর ঢিবিতে লেখা
তোমারই নাম আজও
রয়ে যায় হৃদয়ের পাতায়।
এ পৃথিবী বড়োই নিষ্ঠুর
দেখতে দেয়না তোমারে
কেমনে বাঁধবো ঘর
দূর সীমানার কুঁড়ে ঘরে।
শুধু তোমারই জন্য
প্রকৃতির বেদনার ভাষা
খুঁজে পায় কলমে তে,
কখনও মিষ্টি হেসে
বলোনি তো আমারে
প্রান্তরে প্রান্তরে প্রেমের পরশ
রয়ে যায় স্মৃতি হয়ে
ডায়রির শেষ পাতায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাবেয়া মৌসুমী ১২/১১/২০২২প্রেম শুধু প্রেম।
-
বোরহানুল ইসলাম লিটন ১১/১১/২০২২প্রেম ও প্রকৃতির অপূর্ব সমন্বয়!
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১০/১১/২০২২চেষ্টা অসামান্য।
-
শ.ম. শহীদ ১০/১১/২০২২দারুণ লিখেছেন সম্মানিত কবি।
-
ফয়জুল মহী ১০/১১/২০২২অসাধারণ লিখেছেন কবি