বিষাদ
যে প্রেম আজও মুখে বলা হলো না
সে প্রাচীন পুরুষের হৃদয়ে বসে আছে
মরে যেতে ইচ্ছে করে না
এমনিতেই জীবন একদিন শেষ হয়
শেষ আলো জ্বালিয়ে হৃদয়ে ,
আমার বড় অনুশোচনা হয়
কয়েক মুহূর্তে প্রেম যেন সত্যি হয়ে ওঠে
সে দূরে যায় চলে
আটকিয়ে রাখতে পারিনা
দু'চোখ বিষাদের মৃত্যুদণ্ড দেয়
জীবন থেকে আলো সরে যায়
আমি দেখি... পৃথিবীর সমস্ত আলো চুরি করে
নিদারুণ ভাবে তোমার চলে যাওয়া।
এভাবেই তো একদিন চলে যেতে হয়
সমস্ত মায়া মোহ ত্যাগ করে
বিষাদ আকাশে না ফোঁটা ফুলের দেশে।
সে প্রাচীন পুরুষের হৃদয়ে বসে আছে
মরে যেতে ইচ্ছে করে না
এমনিতেই জীবন একদিন শেষ হয়
শেষ আলো জ্বালিয়ে হৃদয়ে ,
আমার বড় অনুশোচনা হয়
কয়েক মুহূর্তে প্রেম যেন সত্যি হয়ে ওঠে
সে দূরে যায় চলে
আটকিয়ে রাখতে পারিনা
দু'চোখ বিষাদের মৃত্যুদণ্ড দেয়
জীবন থেকে আলো সরে যায়
আমি দেখি... পৃথিবীর সমস্ত আলো চুরি করে
নিদারুণ ভাবে তোমার চলে যাওয়া।
এভাবেই তো একদিন চলে যেতে হয়
সমস্ত মায়া মোহ ত্যাগ করে
বিষাদ আকাশে না ফোঁটা ফুলের দেশে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মো.রিদওয়ান আল হাসান ২৫/১০/২০২২চলে যাওয়া...
-
বোরহানুল ইসলাম লিটন ২২/১০/২০২২জন্মই মৃত্যুর লক্ষ্যে!
-
শ.ম. শহীদ ২১/১০/২০২২অপূর্ব।