শব্দের ওপারে ব্যর্থতা লেখা
আমার নীল ডায়েরির পাতা হতে
কবিতার সমস্ত অক্ষর রচিত
যেন অব্যর্থ প্রেমজ আঘাত পেয়েছি আমি মহাবিদ্যালয়ের চত্বরে....
শব্দের ওপারে ব্যর্থতা লেখা
পন্যের এক্সপায়ারি ডেটের মতো
মানিব্যাগ শূন্য মধ্যরাত্রিতে ঠাকুর দেখার মতো
জনতার কোলাহলে জীবন শুধুই বিপন্ন।
পুরুষ নারীর ভেদাভেদের দীর্ঘ ইতিহাস
আবহাওয়া পাল্টে যাওয়ার মতো
হিমালয় হতে কাঞ্চনজঙ্ঘা ঠোঁট ছুঁয়ে বাতিল হয় প্রফেসর
দেওয়ালের ওপারে পি.এইচ.ডি'র শৈত্য প্রবাহ
বরফ গলে গেল চোখের মধ্যে
আমি কোন বিচারপতি নয়
দার্শনিকতত্ত্বের উপমা মাএ।
কবিতার সমস্ত অক্ষর রচিত
যেন অব্যর্থ প্রেমজ আঘাত পেয়েছি আমি মহাবিদ্যালয়ের চত্বরে....
শব্দের ওপারে ব্যর্থতা লেখা
পন্যের এক্সপায়ারি ডেটের মতো
মানিব্যাগ শূন্য মধ্যরাত্রিতে ঠাকুর দেখার মতো
জনতার কোলাহলে জীবন শুধুই বিপন্ন।
পুরুষ নারীর ভেদাভেদের দীর্ঘ ইতিহাস
আবহাওয়া পাল্টে যাওয়ার মতো
হিমালয় হতে কাঞ্চনজঙ্ঘা ঠোঁট ছুঁয়ে বাতিল হয় প্রফেসর
দেওয়ালের ওপারে পি.এইচ.ডি'র শৈত্য প্রবাহ
বরফ গলে গেল চোখের মধ্যে
আমি কোন বিচারপতি নয়
দার্শনিকতত্ত্বের উপমা মাএ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ২১/১০/২০২২খুব সুন্দর
-
আলমগীর সরকার লিটন ১৯/১০/২০২২সুন্দর অনুভব
-
ফয়জুল মহী ১৮/১০/২০২২Excellent written