আমি এক মৃত নাগরিক
এক আকাশ স্বপ্ন বুকে নিয়ে
আজন্ম যে পথে আমি হেঁটে চলেছি
তার কোনো গন্তব্যের সীমানা নেই
আমি এক মৃত নাগরিক বলে।
হাতের ওপরে যে বিষ বৃক্ষ আমার জন্মেছে
তার ফুল ফল ঝরে পড়ছে হৃদয়ে
ভালোবাসার শহর ক্রমে ক্রমে দূরে যাচ্ছে সরে
স্মৃতির অর্বাচীনের পাতা থেকে।
আমি এক মৃত নাগরিক
সভ্যতা থেকে আজ বহুদূরে।
কালো মেঘ জমে জমে হয়ে যায় নস্টালজিক
কলমের আঘাতে দার্শনিকরা সব মৃত
কেননা আমি এক মৃত নাগরিক বলে।
বদলে গেছে পৃথিবীর মানচিত্র
শতাব্দীর বুকে জন্মের উৎসবিন্দু হতে
এই পৃথিবীর প্রথম আলো দেখা
সত্যিই এক আশ্চার্য জনক মনে হয়
আর তার চেয়ে এই বেঁচে থাকা
আশ্চর্য জনক মনে হয়
আমি এক মৃত নাগরিক বলে।
আজন্ম যে পথে আমি হেঁটে চলেছি
তার কোনো গন্তব্যের সীমানা নেই
আমি এক মৃত নাগরিক বলে।
হাতের ওপরে যে বিষ বৃক্ষ আমার জন্মেছে
তার ফুল ফল ঝরে পড়ছে হৃদয়ে
ভালোবাসার শহর ক্রমে ক্রমে দূরে যাচ্ছে সরে
স্মৃতির অর্বাচীনের পাতা থেকে।
আমি এক মৃত নাগরিক
সভ্যতা থেকে আজ বহুদূরে।
কালো মেঘ জমে জমে হয়ে যায় নস্টালজিক
কলমের আঘাতে দার্শনিকরা সব মৃত
কেননা আমি এক মৃত নাগরিক বলে।
বদলে গেছে পৃথিবীর মানচিত্র
শতাব্দীর বুকে জন্মের উৎসবিন্দু হতে
এই পৃথিবীর প্রথম আলো দেখা
সত্যিই এক আশ্চার্য জনক মনে হয়
আর তার চেয়ে এই বেঁচে থাকা
আশ্চর্য জনক মনে হয়
আমি এক মৃত নাগরিক বলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জামাল উদ্দিন জীবন ০৮/১০/২০২২সুন্দর
-
আমিনুল ইসলাম (রিয়াজ) ০১/১০/২০২২মৃত সব দার্শনিকদের চিন্তার মতই বেঁচে থাকা আশ্চর্য জনক মনে হয়।
-
ফয়জুল মহী ০১/১০/২০২২Wonderful writen
-
Md. Rayhan Kazi ৩০/০৯/২০২২অসাধারণ লেখনী
-
শ.ম. শহীদ ৩০/০৯/২০২২Very Nice