আমাদের বাড়ি
আমাদের বাড়ি কোন সুদূরের গাঁয়ে
অতীতের বটগাছের মতো জীর্ণ হয়ে গেছে
ভালোবাসার নীল সাগরের বুকে ফেনা ওঠে
স্নিগ্ধতার চোখের বালুচরে।
আমার বাড়ি কল্পনার আকাশ ছুঁয়েছে
হাতির শুঁড়ের মতো ক্ষমতাবান মানুষগুলো হেঁটে যায়
আমাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে
অনেক দূঃখ বেদনা সহ্য করে।
আমাদের বাড়ি এক আসমুদ্র হিমালয়ের কাহিনী
ভালোবাসা হয় যেমন একটা ছেলে মেয়ের সাথে
তেমনি কিছু সতেজ ফুলের ঘ্রাণে জীবিত হয় রাত্রি।
বইয়ের পাঠ চুকিয়ে দিয়ে
গ্রামের মানুষ তাঁদের কাছে ব্যস্ত থাকে, আমিও আমার কাজে
ঘুড়ি ওড়াবার দিন তো নেই আর
শুধুই স্মৃতির মালা দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ সব
নীরবে কেউ বা আবার কাঁদে!
তবুও আমাদের বাড়ির ঠিকানা জানা নেই
টেলিগ্রাফের তারে বৃষ্টির বিন্দুতে আলোর ঝলকানি
রুখে যায় সমস্ত পথ সমস্ত প্রশংসা ছাপিয়ে
নক্ষত্রের মারা যায় মানুষের পক্ষপাতিত্বে।
অতীতের বটগাছের মতো জীর্ণ হয়ে গেছে
ভালোবাসার নীল সাগরের বুকে ফেনা ওঠে
স্নিগ্ধতার চোখের বালুচরে।
আমার বাড়ি কল্পনার আকাশ ছুঁয়েছে
হাতির শুঁড়ের মতো ক্ষমতাবান মানুষগুলো হেঁটে যায়
আমাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে
অনেক দূঃখ বেদনা সহ্য করে।
আমাদের বাড়ি এক আসমুদ্র হিমালয়ের কাহিনী
ভালোবাসা হয় যেমন একটা ছেলে মেয়ের সাথে
তেমনি কিছু সতেজ ফুলের ঘ্রাণে জীবিত হয় রাত্রি।
বইয়ের পাঠ চুকিয়ে দিয়ে
গ্রামের মানুষ তাঁদের কাছে ব্যস্ত থাকে, আমিও আমার কাজে
ঘুড়ি ওড়াবার দিন তো নেই আর
শুধুই স্মৃতির মালা দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ সব
নীরবে কেউ বা আবার কাঁদে!
তবুও আমাদের বাড়ির ঠিকানা জানা নেই
টেলিগ্রাফের তারে বৃষ্টির বিন্দুতে আলোর ঝলকানি
রুখে যায় সমস্ত পথ সমস্ত প্রশংসা ছাপিয়ে
নক্ষত্রের মারা যায় মানুষের পক্ষপাতিত্বে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ১৮/০৯/২০২২বেশ অনুভব
-
ন্যান্সি দেওয়ান ১৭/০৯/২০২২বেশ ...।।
-
ফয়জুল মহী ১৭/০৯/২০২২লেখা শ্রুতিমধুর
-
সাইয়িদ রফিকুল হক ১৭/০৯/২০২২ভাল।