মানুষ আসলে কী
বসন্ত আসবে বলে
গাছের ডালে আজও ফুল ফোটেনি
অভিমানী রাতে রাতের তারা তো জ্বলেনি
ক্ষোভের মানচিত্র পুড়িয়েও আমি মানুষ হতে পারেনি
স্বাধীনতা আমার মনের স্বাধীনতা
কোন সে অমরত্বের প্রতিচ্ছবি !
মানুষ অজস্র জন্ম ধরে মানুষ হতে পারেনি
জীর্ণ কঙ্কালের বসতভূমি এখানেই শায়িত পথ
সিঁথির মতো সরু
দিনের পর দিন চলে যায়
তবুও প্রশ্ন কখনো ওঠেনি
মানুষ আসলে কী?
গাছের ডালে আজও ফুল ফোটেনি
অভিমানী রাতে রাতের তারা তো জ্বলেনি
ক্ষোভের মানচিত্র পুড়িয়েও আমি মানুষ হতে পারেনি
স্বাধীনতা আমার মনের স্বাধীনতা
কোন সে অমরত্বের প্রতিচ্ছবি !
মানুষ অজস্র জন্ম ধরে মানুষ হতে পারেনি
জীর্ণ কঙ্কালের বসতভূমি এখানেই শায়িত পথ
সিঁথির মতো সরু
দিনের পর দিন চলে যায়
তবুও প্রশ্ন কখনো ওঠেনি
মানুষ আসলে কী?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১২/০৯/২০২২বুদ্ধিমান প্রাণি সে তো মানুষ।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১২/০৯/২০২২মানুষ সে ত মানুষ। মান আর হুস নিয়ে তাকে বেড়ে উঠতে হয়।
-
আলমগীর সরকার লিটন ১১/০৯/২০২২সত্যই বেশ অনুভব কবি দা
-
ফয়জুল মহী ১১/০৯/২০২২অত্যন্ত সুন্দর লেখা। শুভেচ্ছা ও শুভ কামনা রইলো বন্ধু।
-
সাইয়িদ রফিকুল হক ১০/০৯/২০২২ভাল।