ভালোবাসি এখনো তাঁকে
ভালোবাসি এখনো তাঁকে মন প্রাণ দিয়ে
স্বপ্নের জগত কিংবা বাস্তব জগতে
দেখি তাঁকে উজার হৃদয়ে
মনের অনুভূতি লক্ষ্য করে ।
কি থেকে কি হয়ে যাই তাহা বুঝা যাই না
জানে শুধু বিরহ আর পাখিদের ডানা
তাঁকে না দেখতে পারার বেদনা
কুড়ে কুড়ে খাই শুধু এ দেহ।
অভিনয় বাস্তব নাটক হয়
চোখ থেকে বহুদূর যাই চলে আর দেখা হবে না জানি
কখনো তাঁর কথা মনে পড়িলে
নক্ষএ ভুল হয় ........
আমি কোথাও লিখি গান
আবার হাঁটি অন্ধকার পথে
তাঁর দেখা পাই না তবু...।
স্বপ্নের জগত কিংবা বাস্তব জগতে
দেখি তাঁকে উজার হৃদয়ে
মনের অনুভূতি লক্ষ্য করে ।
কি থেকে কি হয়ে যাই তাহা বুঝা যাই না
জানে শুধু বিরহ আর পাখিদের ডানা
তাঁকে না দেখতে পারার বেদনা
কুড়ে কুড়ে খাই শুধু এ দেহ।
অভিনয় বাস্তব নাটক হয়
চোখ থেকে বহুদূর যাই চলে আর দেখা হবে না জানি
কখনো তাঁর কথা মনে পড়িলে
নক্ষএ ভুল হয় ........
আমি কোথাও লিখি গান
আবার হাঁটি অন্ধকার পথে
তাঁর দেখা পাই না তবু...।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম এম হোসেন ২৭/০৭/২০২২বেশ
-
সাইয়িদ রফিকুল হক ২৭/০৭/২০২২ভাল।
-
বোরহানুল ইসলাম লিটন ২৬/০৭/২০২২খুব সুন্দর লিখেছেন!
-
আমান শেখ ২৫/০৭/২০২২বেশ চমৎকার লিখেছেন।