তিন দিনের রাজত্ব
তিন দিনের রাজত্বে দেখলাম কত মানুষ রঙ বদলালো চোখের ইশারায়
কেউ জিতে নিলো বহু কিছু
আর কেউ হারালো সমস্ত কিছু....
আজাদ বাহিনীর বিন্দু পেতে সে আসলো নীরবে
বারান্দায় তখনো কিছুটা রোদ্দুর দাঁড়িয়ে ছিল একইভাবে , তারপর কিছুটা সময় পর এমনিতেই দূরে সরে গেল।
আমি ভাবলাম বা ভাবছি এখনো তাঁকে ভূগোলের অ্যাটলাসে খুঁজে কি পাবো সমস্ত পরীক্ষা দিয়ে
নাকি বকুল ফুলের মতো নীরবে চাঁপা ফুল দিয়ে মাড়িয়ে যাবো তাঁর শহরের সীমানাকে
একচিলতে রোদ্দুর জমিয়ে যখন বর্ষা নামবে আমার চোখের গহ্বরে ঠিক তখনি অতীতের প্রেমিকের সমাধি জেগে উঠিবে তাঁদের প্রেমিকাদের জন্যে....
আমি খুজবো এমনিভাবে নীল সাগরে চিলের ডানা মেলে
তারপর খসে পড়বে আকাশের সব তারা
স্বপ্ননীল জোনাকির মতো আলো জ্বালিয়ে ঘরে আনবো তাকে কোনো এক হেমন্তের সন্ধ্যায়।
কেউ জিতে নিলো বহু কিছু
আর কেউ হারালো সমস্ত কিছু....
আজাদ বাহিনীর বিন্দু পেতে সে আসলো নীরবে
বারান্দায় তখনো কিছুটা রোদ্দুর দাঁড়িয়ে ছিল একইভাবে , তারপর কিছুটা সময় পর এমনিতেই দূরে সরে গেল।
আমি ভাবলাম বা ভাবছি এখনো তাঁকে ভূগোলের অ্যাটলাসে খুঁজে কি পাবো সমস্ত পরীক্ষা দিয়ে
নাকি বকুল ফুলের মতো নীরবে চাঁপা ফুল দিয়ে মাড়িয়ে যাবো তাঁর শহরের সীমানাকে
একচিলতে রোদ্দুর জমিয়ে যখন বর্ষা নামবে আমার চোখের গহ্বরে ঠিক তখনি অতীতের প্রেমিকের সমাধি জেগে উঠিবে তাঁদের প্রেমিকাদের জন্যে....
আমি খুজবো এমনিভাবে নীল সাগরে চিলের ডানা মেলে
তারপর খসে পড়বে আকাশের সব তারা
স্বপ্ননীল জোনাকির মতো আলো জ্বালিয়ে ঘরে আনবো তাকে কোনো এক হেমন্তের সন্ধ্যায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমান শেখ ২৩/০৭/২০২২বেশ সুন্দর লিখেছেন। শুভকামনা।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২১/০৭/২০২২বেশ।
-
ফয়জুল মহী ২১/০৭/২০২২অনিন্দ্য সুন্দর
-
বোরহানুল ইসলাম লিটন ২১/০৭/২০২২বেশ ভালো লেগেছে।
-
মোঃজাকিরুল চৌধুরী ২০/০৭/২০২২চমৎকার